Nikhil-Sauraseni: প্রেমের জল্পনায় অবশেষে সিলমোহর? জন্মদিনে নুসরত-প্রাক্তন নিখিলের বাহুলগ্না সৌরসেনী
Nikhil Jain - Sauraseni Maitra: নিখিল ও নুসরতের আর কোনও যোগাযোগ নেই বটে, তবে নুসরতে বিয়ের খবর পেয়ে নিখিল বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন।
কলকাতা: টলিউডে কান পাতলেই তাঁদের নিয়ে শোনা যেত গুঞ্জন, ফিসফাস। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যেত তাঁদের। খেলার মাঠ থেকে শুরু করে টলিউড পার্টি.. প্রায় সবসময়েই তাঁরা পাশাপাশি। এসেছেন, গিয়েছেন একসঙ্গে। আর, ২৫তম জন্মদিনে কি প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)? সদ্যই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ জন্মদিনের ছবি শেয়ার করে নিয়েছেন সৌরসেনী। ১ জানুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। আর তার থেকেও বেশি যেটা নজর কেড়েছে, তা হল সৌরসেনীর ইনস্টাগ্রাম স্টেটাস। সেখানেই দেখা মিলেছে তাঁর 'প্রেমিক'-এর।
তাঁর পরিচয় ইতিমধ্যেই সবার জানা। তিনি নিখিল জৈন (Nikhil Jain)। প্রখ্যাত শাড়ি ব্যবসায়ী। তাঁর আরও একটা পরিচয় হল তিনি টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)-এর প্রাক্তন স্বামী। ২০১৯ সালে তাঁদের প্রেম.. তারপরে বিয়ে। টার্কিতে মহা সমারোহে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। তাঁদের প্রেম ও বিয়ে সেই সময়ে ছিল স্বপ্নের মতোই সুন্দর। টার্কিতে অপূর্ব সুন্দর করেই স্বপ্নের বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে বছর না ঘুরতে ঘুরতেই সেই বিয়েতে সমস্যা শুরু হয়। স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের আয়ু বেশিদিন ছিল না। জানা যায়, সামাজিক বিবাহ সারলেও কখনোই আইনি বিয়ে করেননি নিখিল ও নুসরত। তাঁদের বিচ্ছেদ হয়ে যায় কলকাতার কোর্টে। তাঁদের বিয়েকে বৈধ নয় বলে ঘোষণা করে আইন। এই কারণেই নুসরত নিখিলের থেকে কোনওরকম খোরপোশ পাননি। দুজনে বর্তমানে দুটো আলাদা জীবনে।
নুসরত ঘর বেঁধেছেন যশ দাশগুপ্তের সঙ্গে। তাঁদের একটি সন্তানও রয়েছে। ঈশান। বর্তমানে সুখেই সংসার করছেন তাঁরা। নিখিল ও নুসরতের আর কোনও যোগাযোগ নেই বটে, তবে নুসরতে বিয়ের খবর পেয়ে নিখিল বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন। নতুন জীবন শুরু করেছেন নিখিলও। তাঁর সঙ্গে এর আগে নাম জড়িয়েছিল অভিনেত্রী ত্রিধার। তবে তাঁদের মধ্যে যে কোনও সম্পর্ক নেই, সেই কথা পরিস্কার করে নিয়েছিলেন দুজনেই। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি সৌরসেনী বা নিখিল। তবে বিভিন্ন পার্টিতে একসঙ্গেই দেখা যায় তাঁদের। সেই থেকেই শুরু গুঞ্জন। তবে নতুন বছরে কী সেই প্রেমেই সিলমোহর দিলেন সৌরসেনী? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন নিখিলের বাহুলগ্না হয়ে ছবি। এদিন একটি অফ শোলডার পোশাক বেছেছিলেন সৌরসেনী। নিখিলের পরণে ছিল ব্লেজার। সোশ্যাল মিডিয়ায় নিখিলের সঙ্গে ছবি দিয়ে সৌরসেনীর বার্তা, 'হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল'। তবে কি সৌরসেনী প্রকাশ্যে 'হ্যালো' বলছেন তাঁর নতুন জীবনকেও? উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Tollywood: মুখোমুখি সৌরভ-বনি, বন্ধুত্ব নয়, এবার তাঁদের সম্পর্কে 'ঝড়'?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।