আগামীকাল শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল
ভবানী ভবন সূত্রে খবর, শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে।
কলকাতা: আগামীকাল শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে, ডিআইজি সিআইডির নেতৃত্বে শীতলকুচি যাচ্ছে বিশেষ তদন্তকারী দল। ভবানী ভবন সূত্রে খবর, শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে। সূত্রের খবর, মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য যাচাই করা হবে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হবে বলে সূত্রের খবর।
১০ এপ্রিল, অর্থাৎ চতুর্থ দফার ভোটের দিন। রক্তে ভিজেছিল কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকি গ্রামের মাটি। ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার সহ নাগরিকের। গুলিতে আহত হন আরও কয়েকজন। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্ব গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তদন্ত করছে।
ভবানী ভবন সূত্রে খবর, এবার ঘটনার তদন্তে সোমবার শীতলকুচি যাচ্ছে ডিআইজি সিআইডি-র নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল। ঠিক কী হবে আগামীকাল শীতলকুচিতে? জানা গিয়েছে,এলাকায় গিয়ে গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে। দেখা হবে, সেদিন কোন পরিস্থিতিতে বুথের বাইরে ঠিক কোথায় গুলি চলেছিল। কোন পরিস্থিতিতে চালানো হয়েছিল গুলি? মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হবে বলে সিআইডি সূত্রে খবর।
উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই কোচবিহারের মাথাভাঙা থানার আইসি, তদন্তকারী অফিসার সহ কয়েকজন অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। গুলি চালনার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তৃতীয়বার তলব করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন ১২৬ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল ছিলেন। এর আগে দুবার তলব করা হলেও হাজির হননি তাঁরা। সিআইডি সূত্রে খবর, ২৫ মে থেকে ২ জুনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আলাদা আলাদাভাবে সশরীরে সিআইডি’র দফতর ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে।