Colonel Sofiya Qureshi: 'কর্নেল কুরেশির শ্বশুরবাড়িতে আক্রমণ !' সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের পরে আসরে পুলিশ, সামনে চলে এল সত্যি
এই সংঘাত-আবহে দেশের মানুষ কুর্নিশ ঠুকেছে কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ব্যোমিকা সিংকে। কিন্তু এর মধ্যেও ঘৃণা ছড়ানোর রসদ পেয়ে গিয়েছেন দেশের অমঙ্গলকামীরা।

বেঙ্গালুরু : ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এক হয়েছিল গোটা দেশ। কিন্তু , তার মধ্যেই বিভেদের বীজ পুঁতে দিতে তৎপর কেউ কেউ। নজিরবিহীনভাবে সোশাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের মুখে পড়েছেন পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় স্বামীকে হারানো হিমাংশী নরওয়াল থেকে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীও। এই সংঘাত-আবহে দেশের মানুষ কুর্নিশ ঠুকেছে কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ব্যোমিকা সিংকে। কিন্তু এর মধ্যেও ঘৃণা ছড়ানোর রসদ পেয়ে গিয়েছেন দেশের অমঙ্গলকামীরা।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই ভারতের মধ্যে সমস্যা তৈরির লক্ষ্যে সাইবার আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আর দেশের মধ্যে থেকেই কেউ কেউ পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছে। সোফিয়া কুরেশিকে নিয়ে যখন সারা দেশ গর্বিত, তখন তার ধর্মীয় পরিচয় নিয়ে ঘৃণা ছড়াতে চাইছেন কেউ কেউ। যেমনটা ঘটেছে কর্ণাটকে। একটি X-পোস্টে দাবি করা হয়েছে , রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সমর্থকরা কর্ণাটকের বেলাগাভিতে কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে ভাঙচুর করেছে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। তারপর পোস্টটি মুছেও ফেলা হয়।
এনডিটিভি সূত্রে দাবি, যে X প্রোফাইলটি থেকে পোস্টটি করা হয়েছিল, তার নাম আনিস উদ্দিন। লোকেশন দেখানো হচ্ছে British Columbia, Canada। প্রোফাইলটি ৪০৫টি হ্যান্ডেলকে ফলো করো। তার ৩১ জন ফলোয়ার রয়েছে। আর এই অ্যাকাউন্ট থেকে করা বেশিরভাগ পোস্টই পাকিস্তানকে সমর্থন করে। কভার ফোটোতে রয়েছে জিন্না, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, অন্যান্য শীর্ষ পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের ছবি রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, "মুসলিম ভারতীয় সেনা অফিসারের পরিবারের উপর বড় আক্রমণ। ভারতীয় সেনাবাহিনীর নবনিযুক্ত মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি আরএসএস-এর ঘৃণার শিকার। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, কর্ণাটকের বেলাগাভিতে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে"।
পুলিশ পোস্টটি লক্ষ্য করার সঙ্গে সঙ্গেই, পুলিশের একটি দল বেলাগাভিতে কর্নেল কুরেশির পারিবারিক বাড়িতে ছুটে যায় । সেখানে গিয়ে দেখেন, সবকিছুই স্বাভাবিক । এরপর বেলাগাভির পুলিশ সুপারিনটেনডেন্টজানয়ে দেন, এটি একটি ভুয়া খবর। বেলাগাভির পুলিশ সুপার হিসেবে, এই ভুয়া পোস্ট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করতে চাই, যাতে তারা অবিলম্বে এটি মুছে ফেলে।
কর্নেল কুরেশির জন্ম গুজরাতের ভদোদরায়। তিনি বেলাগাভির বাসিন্দা কর্নেল তাজ উদ্দিন বাগওয়াদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কর্নেল কুরেশির শ্বশুরবাড়ি সেখানে। সেখানে তাঁর ভালই যাতায়াত।





















