Ranveer Allahbadia: সোশ্যাল মিডিয়ায় চরম অশ্লীল মন্তব্য ! কাঠগড়ায় বিয়ারবাইসেপস, সময় রায়না, দায়ের হল অভিযোগ
India's Got Latent Show: ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, কমেডিয়ান সময় রায়নার বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। কড়া পদক্ষেপের দাবিতে পাঠানো হল চিঠি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মারাত্মক বিতর্কিত মন্তব্য। ইউটিউবার বিয়ারবাইসেপস- এর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, যিনি বিয়ারবাইসেপস নামেও পরিচিত। অভিযোগ দায়ের হয়েছে, জনপ্রিয় কমেডিয়াম সময় রায়নার বিরুদ্ধেও। তালিকায় রয়েছে আরও নাম। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মখিজার বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। সমস্যার সূত্রপাত India's Got Latent- এই শো ঘিরে। মুম্বইতে দায়ের হয়েছে এই অভিযোগ। মহারাষ্ট্রের মহিলা কমিশন এবং মুম্বইয়ের কমিশনার এই অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষার প্রয়োগ করা হয়েছে। তার ভিত্তিতেই দায়ের হয়েছে অভিযোগ। তিন অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে।
দেখে নিন সংবাদ সংস্থা এএনআই সূত্রে কী জানা গিয়েছে
Mumbai, Maharashtra | A complaint has been filed against YouTuber Ranveer Allahabadia, social media influencer Apoorva Makhija, comedian Samay Raina and the organisers of the show India's Got Latent. The complaint has been filed with the Mumbai Commissioner and Maharashtra…
— ANI (@ANI) February 10, 2025
ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India's Got Latent- এ প্যানেলিস্ট হয়ে এসেছিলেন রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্বা মখিজা। এই দলে ছিলেন আরেক কনটেন্ট ক্রিয়েটার আশিস চাঞ্চলানিও। ইতিমধ্যেই ওই এপিসোডের একটি নির্দিষ্ট ক্লিপিং ভাইরাল হয়ে গিয়েছে। আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে India's Got Latent শোয়ের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে শোনা যাচ্ছে।
এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? রণবীরের এমন প্রশ্ন শুনে খানিক চমকে গিয়েছেন কমেডিয়ান সময় রায়নাও। যদিও তিনি নিজে 'ডার্ক হিউমার'- এর জন্যই প্রসিদ্ধ, তাও তাঁকে বলতে শোনা গিয়েছে, 'এটা কী হচ্ছে? রণবীর ভাইয়ের কী হয়েছে?'
India's Got Latent - এই শো- এর যে ক্লিপিং ভাইরাল হয়েছে, দেখে নিন
Nahh man 😭
— CaLM dAdA (@faded_clone17) February 8, 2025
Beerbicep's would you rather are wild 😭😭 pic.twitter.com/GKJGw4BYke
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জনপ্রিয় গীতিকার এবং সাংবাদিক নীলেশ মিশ্র। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কী লিখেছেন তিনি, দেখুন
“Would you rather watch your parents have sex for the rest of your life — or would you join in once and stop it forever?”
— Neelesh Misra (@neeleshmisra) February 9, 2025
Meet the perverted creators who are shaping our country’s creative economy. I am sure each one has a following of millions.
This content is not designated as… https://t.co/UjwKyPIhJQ
আরও পড়ুন- টালিগঞ্জে অবশেষে কাটল জট, শুরু হল শ্যুটিং সেট তৈরির কাজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
