এক্সপ্লোর
Advertisement
এবার শ্রীরামপুর থানাতেও রোদ্দুর রায়ের বিরুদ্ধে নালিশ, রবীন্দ্রসঙ্গীত বিকৃতির অভিযোগ টিএমসিপি-র
‘অশালীন শব্দ ব্যবহার করে রবীন্দ্র সঙ্গীতের বিকৃতি’ ঘটানো, বাংলার সংস্কৃতি, মণীষীদের ভাবমূর্তি নষ্টের অভিযোগে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে।
হুগলি: বেলেঘাটা থানার পর এবার শ্রীরামপুর থানাতেও প্যারোডি গায়ক রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তৃণমূল ছাত্র পরিষদের তরফে দায়ের হল অভিযোগ। ওই প্যারোডি গায়ক বিকৃত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান। যা বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির পরিপন্থী, এই মর্মে অভিযোগ দায়ের করে টিএমসিপি। গতকাল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে বেলেঘাটা থানায় এফআইআর দায়ের করা হয়। ‘অশালীন শব্দ ব্যবহার করে রবীন্দ্র সঙ্গীতের বিকৃতি’ ঘটানো, বাংলার সংস্কৃতি, মণীষীদের ভাবমূর্তি নষ্টের অভিযোগে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে। এই নিয়ে বিতর্কের প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় কার্যত পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ইদনীং রবীন্দ্রসঙ্গীতের সুরের আদলে তাঁর গানের কথা অদলবদল, বিকৃত করে গান গেয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতা চলছে। মালদহের একটি স্কুলের কয়েকজন ছাত্রী সেদিন দুজনে দুলেছিনু বনে, এই জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতের প্যারোডি করে বিতর্কে জড়ায়। এ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠায় শেষ পর্যন্ত তারা ক্ষমা চেয়ে নেয়। পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও মেয়েদের পিঠে রং দিয়ে রবীন্দ্রনাথের গানের কথা বিকৃত করে লেখার ঘটনায় সরগরম হয় রাজ্য। কয়েকটি ছাত্রের বুকেও আপত্তিকর শব্দ লিখে অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায়। এর জেরে ইস্তফা দেন সেখানকার উপাচার্য্য। পরে অবশ্য় তিনি তা প্রত্য়াহার করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement