Rahul Gandhi: ‘মিস্টার মোদি, আপনি যা-ই বলুন না কেন...,’ প্রধানমন্ত্রীকে জঙ্গি-তুলনার জবাব রাহুলের
Narendra Modi:মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী জোটকে নিশানা করেন মোদি। সেই নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া জানালেন রাহুল।
নয়াদিল্লি: মণিপুর নিয়ে যখন উত্তাল সংসদ (Manipur Violence), সেই সময় বিরোধীদের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। PFI, ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে এক আসনে বসালেন বিরোধী জোট INDIA-কে। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বিরোধী শিবিরের অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও (Rahul Gandhi)। মোদি যা ইচ্ছা বলতে পারেন, মণিপুরের চোখের জল মোছানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়ে দিলেন তিনি।
মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী জোটকে নিশানা করেন মোদি। সেই নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া জানালেন রাহুল। তিনি লেখেন, 'মিস্টার মোদি, আপনি যা-ই বলুন না কেন, আমরা INDIA. মণিপুরকে সারিয়ে তুলতে, সেখানকার মেয়ে এবং শিশুদের চোখের জল মুছতে সাহায্য করব আমরাই। দেশমাতার সকল সন্তানকে ভালবাসা এবং শান্তি ফিরিয়ে দেব আমরা। মণিপুরে ভারতভাবনাকে ফের বাঁচিয়ে তুলব'।
মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী জোটকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করেন মোদি। তাঁকে উদ্ধৃত করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো জঙ্গি সংগঠনেও INDIA রয়েছে। সেখান থেকেই নাম ধার করেছে বিরোধী শিবির। বিরোধীদের জোট দিশাহীন। এমন দিশাহীন বিরোধী জোট আগে দেখিনি।" (Parliament Monsoon Session)
Call us whatever you want, Mr. Modi.
— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023
We are INDIA.
We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.
We will rebuild the idea of India in Manipur.
সেখানেই থামেননি মোদি। মোদিকে উদ্ধৃত করে রবিশঙ্কর বলেন, "INDIA নাম রেখে নিজেদের প্রশংসা করে ওরা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-ও INDIA শব্দের ব্যবহার করে। INDIA নাম ব্যবহার করলেই হয় না। দেশের নাম ব্যবহার করে বিভ্রান্ত করা যায় না মানুষকে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা বিদেশি নাগরিক ছিলেন।"
মোদির এই মন্তব্যে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতা-সাংসদরা। মাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, "চেয়ারকে সম্মান করি। তাই প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলতে চাই না। কিন্তু ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর সব ভাষণ যদি শুনি আমরা, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।" তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্য, "বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদি ভয় পেয়ে গিয়েছেন। এই জোট কাজ করতে শুরু করেছে। সংগঠিত ভাবে, পরিকল্পিত চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। সেটা যে কাজ করছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন সময় হয়ে এসেছে। তাই এসব উল্টোপাল্টা মন্তব্য করছেন।" এবার মোদিকে জবাব দিলেন রাহুলও।