Rahul Gandhi : কেমব্রিজে বক্তৃতার ডাক, এমাসেই ইংল্যান্ড যাচ্ছেন রাহুল
Congress Leader : এবার নতুন ভূমিকায় কংগ্রেস সাংসদ। যাচ্ছেন ইংল্যান্ড
নয়া দিল্লি : গোটা দেশে ইতিমধ্যেই সাড়া ফেলেছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। একের পর এক রাজ্যে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অনেক সেলিব্রিটিও তাঁর যাত্রায় পা মিলিয়েছেন। এবার নতুন ভূমিকায় কংগ্রেস সাংসদ। যাচ্ছেন ইংল্যান্ড। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) বিজনেস স্কুলে ভাষণ দেবেন। ট্যুইটারে (Twitter) নিজেই সেকথা জানিয়েছেন রাহুল। ট্যুইটারে তিনি লেখেন, পুরনো প্রতিষ্ঠানে যাওয়ার জন্য মুখিয়ে আছি। সেখানে আর্থ-রাজনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক ও গণতন্ত্র নিয়ে আলোচনা হবে।
Looking forward to visiting my alma mater @cambridge_uni and delivering a lecture at @CambridgeJBS.
— Rahul Gandhi (@RahulGandhi) February 16, 2023
Happy to engage with some of the brightest minds in various domains, including geopolitics, international relations, big data and democracy. https://t.co/4pkrF79hG9
একটি ট্যুইটে কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের (Cambridge Judge Business School) তরফে লেখা হয়েছে, এমাসেই শেষের দিকে রাহুল গান্ধীকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত হব। তিনি @CambridgeMBA-তে বক্তৃতা দেবেন। এর পাশাপাশি বিগ ডেটা, গণতন্ত্র ও ভারত-চিন সম্পর্ক নিয়ে বন্ধ-দরজা সেশনে যোগ দেবেন রাহুল গান্ধী। আয়োজনে বেনেট ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জিওপলিটিক্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ফ্যাকাল্টি।
ফেব্রুয়ারির শেষেই দলীয় অধিবেশনে যোগদান-
এরপর দেশে ফিরে এসে তিনি ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ছত্তীশগড়ের রাইপুরে কংগ্রেসের ৮৫তম অধিবেশন যোগ দিতে পারেন। যেখানে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে রূপরেখা তৈরি হবে। এর পাশাপাশি দলের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়েও হবে আলোচনা।
দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) ভারত জোড়ো যাত্রা শেষে বরফঢাকা গুলমার্গে (Gulmarg) স্কি (SKI) করতে দেখা যায় রাহুলকে। ছিলেন সনিয়া-পুত্রও। তাঁদের দেখে পর্যটকরাও উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকেই এগিয়ে আসেন সেলফি (Selfie) তুলতে।
সাধারণ পর্যটকদের সঙ্গেই স্কি করতে দেখা যায় রাহুলকে। টুইটারে (Twitter) ভিডিওটি আপলোড হওয়ার পর ক্যাপশনে লেখা হয়, ‘ভারত জোড়ো যাত্রা সাফল্যের সঙ্গে শেষ হওয়ার পর রাহুলজি গুলমার্গে ছুটি কাটাচ্ছেন।’ তবে স্কি করার সময় সাংবাদিকদের ‘নমস্কার’ বলেই এড়িয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন ; গুলমার্গে ছুটি কাটাচ্ছেন রাহুল গাঁধী, বরফে ঢাকা উপত্যকায় স্কি প্র্যাকটিস সনিয়া-পুত্রের