Sonia Gandhi: দিল্লি থেকে রাজস্থানে সরছেন সনিয়া, চিকিৎসকদের পরামর্শে সিদ্ধান্ত কংগ্রেস নেত্রীর
Delhi Air Pollution: মঙ্গলবার দিল্লির বাতাসের গুণমান সূচক ৩৭৫-এ, যা গুরুতর হিসেবেই গন্য হচ্ছে।
নয়াদিল্লি: দূষণের প্রকোপে দমবন্ধ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। তাতে আপাতত অন্যত্র সরছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi)। এমনিতেই শ্বাসকষ্টের সমস্য়া রয়েছে সনিয়ার। মাস দুয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দিল্লির, তাতে সনিয়াকে অন্যত্র, যেখানে বাতাস তুলনামূলক শুদ্ধ, সেখানে সরে যাওয়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। তাতেই আপাতত দিল্লি ছেড়ে রাজস্থানে আশ্রয় নিচ্ছেন সনিয়া। (Delhi Air Pollution)
মঙ্গলবার দিল্লির বাতাসের গুণমান সূচক ৩৭৫-এ, যা গুরুতর হিসেবেই গন্য হচ্ছে। সেই তুলনায় জয়পুরে এদিন বাতাসের গুণমানের সূচক ছিল ৭২-এ, যা মোটামুটি বলে গন্য হয়। তাই দিল্লি থেকে আপাতত রাজস্থানে সরে যাচ্ছেন সনিয়া। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী মাকে দেখতে জয়পুর যেতে পারেন বলে শোনা যাচ্ছে। সেখানে নির্বাচনী কর্মসূচিও রয়েছে তাঁর।
এ বছর সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি হতে হয় সনিয়াকে। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। জ্বরের উপসর্গ ছিল তাঁর। পাশাপাশি, শ্বাসকষ্টের সমস্যাতেও ভুগছিলেন বলে জানা যায়। এক দিন পর যদিও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তবে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সনিয়াকে।
আরও পড়ুন: Adultery: বিবাহবহির্ভূত সম্পর্ক ফের অপরাধ বলে গন্য হবে? মোদি সরকারের কাছে সুপারিশ সংসদীয় কমিটির
দিল্লির দূষণ থেকে বাঁচতে এই প্রথম অন্যত্র আশ্রয় নিতে হল না সনিয়াকে। এর আগে, ২০২০ সালের শীতর মরশুমেও দূষণের প্রকোপ এড়াতে দিল্লি ছাড়তে হয় তাঁকে। সেবার কিছু দিনের জন্য গোয়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শেই দিল্লি ছাড়েন ন সনিয়া। এবারও তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকরা দিল্লির বাইরে কিছুদিন কাটিয়ে আসার পরামর্শ দিয়েছেন তাঁকে।
স্বাস্থ্যের জন্যই রাজস্থান যাত্রা করতে হচ্ছে সনিয়াকে। তবে যে সময় মরুরাজ্যে যাচ্ছেন তিনি, নির্বাচনের উত্তাপে ফুটছে চারিদিক। আগামী ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচন রাজস্থানে। সেখানে সম্মুখ সমরে কংগ্রেস এবং বিজেপি। বিগত পাঁচ বছর ধরে রাজস্থানে সরকারে রয়েছে কংগ্রেস। গত পাঁচ বছরে একাধিক জনকল্যাণ প্রকল্পও এনেছে তাঁর সরকার। তাতে ভর করে দ্বিতীয় বারের জন্য মসনদে ফেরার স্বপ্ন দেখছে হাতশিবির। রাহুল, প্রিয়ঙ্কা গাঁধী দফায় দফায় প্রচারও চালাচ্ছেন। কিন্তু অশোক গহলৌত বনাম সচিন পায়লট দ্বন্দ্ব, তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই আবহেই রাজস্থানগমন সনিয়ার।