India-Pakistan Conflict: 'আমেরিকার কেউ ট্রাম্পকে শেখাক যে কাশ্মীর বাইবেলের ১০০০ বছরের পুরনো সংঘাত নয়' : কংগ্রেস সাংসদ
Donald Trump: এক্স হ্যান্ডেলে আগ বাড়িয়ে পোস্ট করে প্রথম ঘোষণা করে দিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত বরাবর তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা চায়নি।

নয়াদিল্লি : ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর-সমস্যার আগ বাড়িয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে এবার খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। "কাশ্মীর বাইবেলের ১০০০ বছরের পুরনো সংঘাত নয়, মাত্র ৭৮ বছরের সমস্যা", এক্স হ্যান্ডেলে লিখলেন মণীশ।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তিনি লিখেছেন, 'মার্কিন প্রতিষ্ঠানের কাউকে তাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্ব সহকারে শিক্ষা দিতে হবে যে কাশ্মীর বাইবেলের ১০০০ বছরের পুরনো কোনও সংঘাত নয়। এর সূচনা হয়েছিল ১৯৪৭ সালের ২২ অক্টোবর - ৭৮ বছর আগে যখন পাকিস্তান স্বাধীন জম্মু ও কাশ্মীর রাজ্য আক্রমণ করে, যা পরবর্তীতে ২৬ অক্টোবর ১৯৪৭ সালে মহারাজা হরি সিং কর্তৃক 'পূর্ণাঙ্গ'ভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়। যার মধ্যে এখনও পর্যন্ত পাকিস্তান কর্তৃক অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই সহজ সত্যটি উপলব্ধি করা কতটা কঠিন?'
Someone in the US establishment needs to seriously educate their President @POTUS @realDonaldTrump that Kashmir is not a biblical 1000 year old conflict.
— Manish Tewari (@ManishTewari) May 11, 2025
It started on 22 nd October 1947 - 78 years ago when Pakistan invaded the Independent State of Jammu & Kashmir that… pic.twitter.com/Ug4nmO338H
ভারত-পাকিস্তান সংঘাত চরমে উঠলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। যা স্বাগত জানিয়েছে ভারত। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককদম এগিয়ে আগ বাড়িয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে প্রথমেই পোস্ট করে দেন। এক্স হ্যান্ডেলে তিনি আরও লিখেছেন, "ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত... আমি গর্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। যদিও আলোচনা করা হয়নি, আমি এই দুই মহান জাতির সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি। তাছাড়া, আমি আপনাদের দু'জনের সঙ্গে কাজ করে দেখব যে, 'হাজার বছর পর' কাশ্মীরের ব্যাপারে কোনও সমাধানে পৌঁছানো যায় কি না।" ট্রাম্পের আগ বাড়িয়ে এই পদক্ষেপে ভাল চোখে নেননি এদেশের অনেক রাজনীতিক। দ্ব্যর্থহীন ভাষায় তাঁরা এর বিরোধিতা করেছেন।
এই পরিস্থিতিতে সামগ্রিক বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক চেয়েছেন রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠক দাবি করেছেন তিনি।






















