Rahul Gandhi: নিরাপদ-সুলভ রেলযাত্রা নাকি ‘শাহেনশাহে’র মূর্তির সঙ্গে সেলফি? কোনটা বেশি জরুরি? প্রশ্ন রাহুলের
PM Modi Selfie Booth:শনিবার অযোধ্যায় যখন রোড-শো এবং জনসভা নিয়ে ব্যস্ত মোদি, সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন রাহুল।
নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব চারিদিকে। অযোধ্যা ধাম স্টেশন থেকে আটটি নতুন ট্রেনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আবহেই ভারতীয় রেলের অবস্থা নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। সম্প্রতি দেশের শতাধিক রেল স্টেশনে মোদির কাটআউট-সহ 3D সেলফি পয়েন্ট তৈরির বিষয়টি সামনে এসেছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে যে খাতে। সেই নিয়েই এদিন মোদিকে কার্যত তুলোধনা করেন রাহুল। 9PM Modi Selfie Booth)
শনিবার অযোধ্যায় যখন রোড-শো এবং জনসভা নিয়ে ব্যস্ত মোদি, সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, 'গরিবের যান ভারতীয় রেলের প্রতিটি শ্রেণির ভাড়ানো হয়েছে। এতদিন ভাড়ায় যে ছাড় পেতেন প্রবীণরা, তুলে নেওয়া হয়েছে তা-ও। দাম বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। খুলে দেওয়া হয়েছে বেসরকারিকরণের রাস্তা। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা শুষে নেওয়া হচ্ছে। ওই টাকা কি সেলফি স্ট্যান্ড বানানোর জন্য ছিল? ভারতের মানুষ কী চান? সস্তার গ্যাস এবং সুলভ রেলযাত্রা, নাকি শাহেনশাহের মূর্তির সঙ্গে ছবি'? (Indian Railways)
এতদিন আক্রমণ করতে গিয়ে বার বার রাহুলকে কংগ্রেসের 'যুবরাজ', 'শাহজাদা' বলে উল্লেখ করেছেন মোদি। এদিন মোদিকে 'শাহেনশাহ' বলে আক্রমণ করলেন রাহুল। যে প্রসঙ্গে রাহুল এই আক্রমণ করেছে, সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে বিষয়টি সামনে এসেছে। ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত এক কর্মী স্টেশনে স্টেশনে মোদি-র কাটআউট বসানো 3D সেলফি বুথ তৈরির খরচ-খরচা জানতে চান।
‘गरीबों की सवारी’ भारतीय रेल के हर वर्ग का किराया बढ़ाया गया,
— Rahul Gandhi (@RahulGandhi) December 30, 2023
किराए में बुजुर्गों को मिलने वाली छूट तक खत्म कर दी गयी,
प्लेटफार्म टिकट के दाम बढ़ाए गए,
निजीकरण के द्वार खोल दिये गए
जनता की मेहनत की कमाई से निचोड़ा जा रहा यह पैसा क्या ‘सेल्फी स्टैंड’ बनाने के लिए था?
भारत… pic.twitter.com/avjCFQ731U
এর প্রেক্ষিতে সেন্ট্রাল রেলের তরফে খরচ-খরচার যে হিসেব দেওয়া হয়েছে, সেই অনুযায়ী, মুম্বই, ভূসাবল, নাগপুর, পুণে এবং সোলাপুর, এই পাঁচ ডিভিশনের ৫০টি স্টেশনে মোদির কাটআউট-সহ 3D সেলফি বুথ তৈরি করা হয়েছে। স্টেশনগুলিতে স্থায়ী এবং সাময়িক, দুই ধরনের সেলফি বুথ তৈরি করা হয়েছে স্টেশনগুলিতে। স্থায়ী সেলফি বুথগুলির এক একটির পিছনে খরচ হয়েছে ৬.২৫ লক্ষ টাকা। যেগুলি অস্থায়ী বুথ, সেগুলির এক একটি তৈরি করতে ১.২৫ লক্ষ টাকা করে খরচ পড়েছে।
খরচ-খরচা নিয়ে বিশদ তথ্য না দিলেও, নর্দার্ন, সাদার্ন এবং ওয়েস্টার্ন রেলও 3D সেলফি বুথ তৈরির কথা জানিয়েছে। নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, ১০০টি স্টেশনে প্রধানমন্ত্রীর কাটআউট-সহ সেলফি বুথ তৈরির পরিকল্পনা রয়েছে। কোথাও কোথাও একটি স্টেশনে একাধিক সেলফি বুথ থাকবে। দেহরাদূণ, অম্বালা, নয়াদিল্লি, অমৃতসর, অযোধ্যা, চণ্ডীগড়ের মতো স্টেশনে, তিনটি করে সেলফি বুথ থাকবে। আটটি সংস্থাকে এর বরাত দেওয়া হয়েছে।
.@BJP4India Govt’s Skewed Priorities!
— All India Trinamool Congress (@AITCofficial) December 29, 2023
HIGH PRIORITY:
◼️Emphasis on PM @narendramodi's Popularity; Invests ₹1.62 Cr in installing selfie booths at railway stations, where individuals can take selfies with images of PM
LOW PRIORITY:
◼️Assigns ₹4,225 Cr to the Rashtriya Rail… pic.twitter.com/mW3gAtzvJv
বিষয়টি সামনে আসতেই সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘স্টেশনে স্টেশনে মোদিজি-র 3D সেলফি পয়েন্ট তৈরি করে জনগণের টাকা মুড়ি-মুড়কির মতো নষ্ট করা হচ্ছে। রাজ্যগুলিকে খরা এবং বন্যার ক্ষয়ক্ষতির টাকা না দিয়ে, এভাবে টাকা নষ্ট হয়ে চলেছে। বিরোধীশাসিত রাজ্যগুলির ১০০ দিনের কাজের টাকাও আটকে রাখা হয়েছে। কিন্তু সস্তার ভোটপ্রচারে জনগণের টাকা ওড়ানোর ঔদ্ধত্য রয়েছে কেন্দ্রের’।
তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'বিজেপি সরকারের প্রাধান্য-বেশি প্রাধান্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় জোর দেওয়া; রেল স্টেশনে সেলফি বুথ তৈরিতে ১.৫৬২ কোটি খরচ, যেখানে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে সেলফি তুলতে পারবেন নাগরিকরা। কম প্রাধান্য: রেল সংরক্ষণ খাতে ৪ হাজার ২২৫ কোটি বরাদ্দ করা, যা বালেশ্বেরের মতো ট্রেন দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ২০ হাজার কোটি টাকার চেয়ে অনেক কম। মানুষের জীবনের চেয়ে প্রধানমন্ত্রীর জনসংযোগ কর্মসূচির গুরুত্ব বেশি। কী ভয়ঙ্কর পৃথিবীতে বাস করছি আমরা'!