New Parliament Building: মোদির হাতে উদ্বোধন নয়া সংসদভবনের, বিরোধিতায় একছাতার নীচে ১৯টি বিরোধী দল, একযোগে বয়কট অনুষ্ঠান
Opposition Alliance: মঙ্গলবার নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করে তৃণমূল।
![New Parliament Building: মোদির হাতে উদ্বোধন নয়া সংসদভবনের, বিরোধিতায় একছাতার নীচে ১৯টি বিরোধী দল, একযোগে বয়কট অনুষ্ঠান Congress TMC AAP all come together to boycott the inauguration of new parliament building New Parliament Building: মোদির হাতে উদ্বোধন নয়া সংসদভবনের, বিরোধিতায় একছাতার নীচে ১৯টি বিরোধী দল, একযোগে বয়কট অনুষ্ঠান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/177077bfb8b430a684a0438274ede9671684909685064338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একজোট হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে নয়া সংসদভবন ঘিরে একসুর ধরা পড়ছে বিজেপি বিরোধী শিবিরে (New Parliament Building)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নয়া সংসদভবনের উদ্বোধন করছেন, কেন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিরোধী প্রায় সব দলই। তাতে একধাপ এগিয়ে সবার আগে নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল (TMC)। তাদের দেখাদেখি বিজেপি বিরোধী শিবিরের অন্য দলগুলিও একই পথে হাঁটছে। মোট ১৯টি দল মিলে এই মর্মে যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
মঙ্গলবার নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করে তৃণমূল। তার প্রায় পর পরই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানায়। একে একে CPM, CPI-ও সেই তালিকায় নাম লেখায়। তার পর থেকে তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বুধবার আরও একগুচ্ছ দল নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করল। সেই তালিকায় রয়েছে কংগ্রেস, এমকে স্ট্যালিনের দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম (DMK), লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD), নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল (JDU), শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (সাবেক)-সহ মোট ১৯টি বিরোধী দল)।
আগামী ২৮ মে নয়া সংসদভবনের উদ্বোধন করবেন মোদি। কিন্তু দেশের সাংবিধানিক প্রধান যেখানে রাষ্ট্রপতি, সেখানে কার্যনির্বাহী প্রধান মোদির হাতে কেন উদ্বোধন হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। শুধু তাই নয়, বেছে বেছে ২৮ মে কেন নয়া সংসদভবনের উদ্বোধন রাখা হয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ২৮ মে হিন্দুত্ববাদী বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। তাঁর জন্মদিনে নয়া সংসদভবনের উদ্বোধন করে মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুদের আত্মত্যাগকে কেন্দ্রীয় সরকার খাটো করছে বলেও অভিযোগ করছে বিরোধীরা।
মঙ্গলবার তৃণমূলই প্রথম নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করে। এ নিয়ে ট্যুইট করেন দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি লেখেন, 'সংসদভবন শুধুমাত্র কোনও নির্মাণ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য, মূল্যবোধ, নিয়ম-নীতি। ভারতীয় গণতন্ত্রের ভিত্তিই হল সংসদ। কিন্তু প্রধানমন্ত্রী এসব বোঝেন না। তাঁর কাছে সবকিছুই আত্মসর্বস্ব। 'আমি, আমি, আর আমি' তত্ত্বে বিশ্বাসী তিনি। আমরা এর বাইরে'।
এর পর একই অবস্থান নেয় আপ। দলের নেতা সঞ্জয় সিংহ ট্যুইটে লেখেন, 'রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে চূড়ান্ত অপমান করা হয়েছে। দলিত, উপজাতি এবং সমাজের বঞ্চিত মানুষের প্রতি কেন্দ্রের আচরণ অবমাননামূলক। রাষ্ট্রপতির এই অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি'। তার পর একে একে একাধিক দলের তরফে একই অবস্থান নেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)