এক্সপ্লোর
আমিষ খেলে মানুষ মানুষখেকো হতে পারে! দাবি মধ্যপ্রদেশের বিজেপি নেতার, মিড ডে মিলে ডিমে আপত্তি
রাজ্যের কমলনাথের কংগ্রেস সরকার অপুষ্টি মোকাবিলায় আগামী মাস থেকে অঙ্গনওয়াড়ির বাচ্চাদের মিড ডে মিলে ডিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার জানিয়েছেন মধ্যপ্রদেশের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী ইমারতি দেবী। তাতেই এই প্রতিক্রিয়া বিজেপি নেতার।

নয়াদিল্লি: ছোটবেলা থেকে আমিষ খাবার খেলে মানুষ নরখাদকে পরিণত হতে পারে। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের মিড ডে মিলে ডিম পরিবেশনের সিদ্ধান্তে আপত্তি তুলেছেন গোপাল ভার্গব নামে ওই বিজেপি নেতা। গোপাল মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী নেতাও। তিনি বলেছেন, আমাদের সনাতন সংস্কৃতিতে আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। শৈশব থেকেই আমরা যদি আমিষ খাবার খাই, তবে বড় হয়ে আমরা মানুষখেকো হয়ে যেতে পারি। তিনি আরও বলেছেন, একটা ‘অপুষ্ট’ সরকারের এ ছাড়া কী-ই বা প্রত্যাশা করা যেতে পারে? যারা খেতে চায় না, তাদেরও ওরা ডিম দেয়। কাউকে যা খুশি খেতে বাধ্য করা যায় না। রাজ্যের কমলনাথের কংগ্রেস সরকার অপুষ্টি মোকাবিলায় আগামী মাস থেকে অঙ্গনওয়াড়ির বাচ্চাদের মিড ডে মিলে ডিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার জানিয়েছেন মধ্যপ্রদেশের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী ইমারতি দেবী। তাতেই এই প্রতিক্রিয়া বিজেপি নেতার। তবে বিরোধী নেতার অভিযোগের মুখে ইমারতী ডিম আমিষ খাবার নয় বলে দাবি করেছেন। বলেছেন, ওরা যা খুশি বলতে পারে। অপুষ্টির ফলে অসুস্থ বাচ্চাদের পরীক্ষা করে ডাক্তাররা যেখানে ডিম ওদের স্বাস্থ্যের পক্ষে ভাল বলেছেন, তবে তাকে উপকারী বলতেই হবে। তাছাড়া ডিম আমিষের তালিকায় পড়ে না, তা নিরামিষের মধ্যে পড়ে। এ মাসেই এর আগে ঝাবুয়ার ভোটারদের ভার্গব বলেছিলেন, বিজেপি প্রার্থী ভানু ভুরিয়াকে ভোট দিন, কেননা তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন, কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী পাকিস্তানের প্রতিনিধি। এজন্য ভার্গবকে সতর্ক করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















