এক্সপ্লোর
সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ, অর্জুন সিংহের ভাইপোকে গ্রেফতার করল পুলিশ
পুলিশের দাবি, বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংহের ভাইপো। ধৃত সঞ্জিত সিংহ ওরফে পাপ্পুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্ক থেকে ১২ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সঞ্জিতকে বেশ কয়েকবার ডেকে পাঠানো হয় ব্যারাকপুর কমিশনারেটের ডিডি অফিসে। গতকালও হাজিরা দেন তিনি। পুলিশের দাবি, বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, ভাটপাড়া পুরসভার করা একটি মামলার ভিত্তিতে গতকাল ব্যারাকপুর কমিশনারেটে হাজিরা দেন অর্জুন পুত্র পবন সিংহ, অর্জুনের আরেক ভাইপো সৌরভ সহ এক আত্মীয়। এই তিনজনের বিরুদ্ধে বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থাকে ৪ কোটি টাকা বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছে ভাটপাড়া পুরসভা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















