Coromandel Express Accident Live: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর ২৬ঘণ্টা পার, এখনও চলছে উদ্ধারকাজ
শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। বেঙ্গালুরু-হাওড়া ও করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ, মৃত বহু ।

Background
গাইসাল থেকে জ্ঞানেশ্বরী কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে মানুষ। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ফির সেই স্মৃতি।
বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক যাত্রী। রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহত ৯০০ জনেরও বেশি যাত্রীকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। উদ্ধারকাজের জন্য় ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্য়াম্বুল্য়ান্স ও বাস।
বিশাল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনটা তালগোল পাকিয়ে গেছে। ধাতব কামরাগুলো দেশলাই বাক্সের মতো। দুমড়ে মুচড়ে একটার ওপর আরেকটা উঠে গেছে। কামরার ভিতরে লোহার কাঠামো, সিট সব উপড়ে গেছে। দরজা, জানলা আর আস্ত নেই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আহতরা। চাদরে মু়ড়ে নিয়ে যাওয়া হচ্ছে সার সার মৃতদেহ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ঘিরে চিৎকার চেঁচামেচি। আর তাকে ছাপিয়ে অ্য়াম্বুল্য়ান্সের সাইরেনের শব্দ। শুক্রবার রাতে বালেশ্বরের কাছে বাহানগা এলাকা যেন পরিণত হল কার্যত মৃত্য়ুপুরীতে!
বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের লাইনচ্য়ুত দুটি কামরায় ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১৫টা কামরা। কয়েকটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের মালগাড়ির ওপর। দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।
যাঁরা প্রাণে বেঁচেছেন, তাঁদের সেটা বিশ্বাস করতেও বেশ কিছুক্ষণ লেগেছে। কোনওমতে বেরিয়ে এসে, ট্রেনের অবস্থা দেখে তাঁরা শিউরে উঠেছেন।
আহত যাত্রীদের উদ্ধারের জন্য় রাজ্য় সরকার ২৫টি অ্য়াম্বুল্য়ান্স পাঠিয়েছে। এছাড়া কয়েকটি বাসও পাঠানো হয়েছে উদ্ধারকাজের জন্য়।
রাজ্য সরকারের পক্ষ থেকে রাতেই বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও তৃণমূল সাংসদ দোলা সেন।
Coromandel Express Accident LIVE Update: জ্ঞানেশ্বরীর ভয়াবহতাকেও হার মানাল করমণ্ডলের বীভৎসতা
জ্ঞানেশ্বরীর ভয়াবহতাকেও হার মানাল করমণ্ডলের বীভৎসতা! যেদিকে দু-চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে শুধুই মৃতদেহের সারি...দেহাংশ! এত মৃত্যুর দায় কার? উঠছে প্রশ্ন।
Coromandel Express LIVE Updates:মতবিরোধ দেখা গেল অশ্বিনী বৈষ্ণব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কত? এই নিয়েই ঘটনাস্থলে মতবিরোধ দেখা গেল অশ্বিনী বৈষ্ণব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই কার্যত রেলের ভূমিকার মৃদু সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।






















