এক্সপ্লোর
Advertisement
Corona Cases India Tally: কোভিড-১৯ সংক্রমণ ১ কোটি ছাড়াল, অপরিকল্পিত লকডাউনের ফলেই করোনা-যুদ্ধে জেতা যায়নি,মোদি সরকারকে তোপ রাহুলের
করোনা মোকাবিলায় সরকারের আরও তৎপর হওয়া উচিত ছিল বলে শুক্রবারই জানিয়ে্ছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত বলেছিল দেশ জুড়ে করোনার সংক্রমণ দাবানলের মতো ছড়িয়েছে। সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হয়নি। এ নিয়ে সরকারের আরও নজরদারি করার দরকার ছিল বলেও জানিয়েছিল আদালত।
নয়াদিল্লি: দেশে উত্তরোত্তর বেড়ে চলা নোভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ২১ দিনের ‘অপরিকল্পিত’ লকডাউনের (প্রথম লকডাউন) ফলে করোনার বিরুদ্ধে যুদ্ধে জেতা যায়নি বলে কটাক্ষ করেছেন তিনি।
সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে এখনও শীর্ষে আমেরিকা। তারপরই রয়েছে ভারত। গত কয়েক মাসে সংক্রমণে লাগাম পরানো যায়নি। শনিবারের প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫১৫৩ জন। সংক্রমণ সংখ্যা বেড়ে ১ কোটি ছাড়িয়েছে। তার মধ্যেই
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লক্ষ ৫০ হাজার ১৭২ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা তিন লক্ষ আট হাজার সাতশ একান্ন জন। মৃত্যু হয়েছে এক লক্ষ ৪৫ হাজার ১৩৬জনের। দেশের এই করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন রাহুল গাঁধী।
1 Crore covid infections with almost 1.5 lakh deaths!
The unplanned lockdown did not manage to ‘win the battle in 21 days’ as the PM claimed, but it surely destroyed millions of lives in the country.
— Rahul Gandhi (@RahulGandhi) December 19, 2020
তাঁর ট্যুইট,’’দেশে এক কোটি মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে প্রায় দেড় লক্ষের। অপরিকল্পিত লকডাউনের ফলে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ২১ দিনে কোভিড যুদ্ধে জয় লাভ করা যায়নি। কিন্তু লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন।‘‘
করোনা মোকাবিলায় সরকারের আরও তৎপর হওয়া উচিত ছিল বলে শুক্রবারই জানিয়ে্ছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত বলেছিল দেশ জুড়ে করোনার সংক্রমণ দাবানলের মতো ছড়িয়েছে। সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হয়নি। এ নিয়ে সরকারের আরও নজরদারি করার দরকার ছিল বলেও জানিয়েছিল আদালত।
করোনায় টেস্টের সংখ্যা আরও বাড়ানো উচিত বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহের তিন সদস্যের বেঞ্চ। এরই পাশাপাশি বেঞ্চ বলেছিল, সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশ্রাম দেওয়া যায় কিনা তাও ভেবে দেখুক কেন্দ্র।
করোনা সংক্রমণ নিয়ে দেশের শীর্ষ আদালতের এই বক্তব্যের পরদিনই মোদি সরকারকে করোনা ইস্যুতে আক্রমণ করলেন রাহুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement