এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ভূমিষ্ঠ নবজাতক, মা নাম দিলেন ‘লকডাউন যাদব’, আশীর্বাদ মুখ্যমন্ত্রীর
ট্রেনেই সন্তানের জন্ম দেন মহিলা। সূত্রের খবর, মা ও সন্তান দুজনেই ভাল আছেন।
কলকাতা: লকডাউনের পর সব থেকে দুর্দশার শিকার এঁরা। কাজ হারিয়েছেন, মাথার উপর ছাদটুকুও হারিয়ে ফেলেছেন। বাড়ি ফেরার রাস্তাও বন্ধ! এমত পরিস্থিতিতে কয়েক শো কিলোমিটার পথ হেঁটে ঘরে ফেরার চেষ্টা চালিয়ে গেছেন এঁরা। অবশেষে সরকারি উদ্যোগে ব্যবস্থা হয়েছে স্পেশ্যাল ট্রেনের।
মধ্যপ্রদেশ দিয়ে যাওয়ার সময় এমনই এক শ্রমিক স্পেশ্যাল ট্রেনে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় এক মহিলার। ট্রেনটি তখন বুরহানপুর পার হচ্ছিল। খবর পেয়ে ট্রেনে চিকিৎসক পাঠায় রেল কর্তৃপক্ষ। ট্রেনেই সন্তানের জন্ম দেন মহিলা। সূত্রের খবর, মা ও সন্তান দুজনেই ভাল আছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বান ট্যুইটে ওই মহিলাকে ‘বোন’ সম্বোধন করে লেখেন,''বোন মুম্বই থেকে নিজের রাজ্য উত্তর প্রদেশে ফিরছিলেন ট্রেনে। বুরহানপুরে তাঁর প্রসব যন্ত্রণা ওঠে, আমার ভাগ্নের জন্ম হয়। এই পরিস্থিতিতে জন্ম বলে বোন ঠিক করেছে ছেলের নাম রাখবে, লকডাউন যাদব। এখন বাচ্চাটি মধ্যপ্রদেশেরও। ছোট্ট লকডাউনকে আশীর্বাদ, শুভকামনা।''
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement