Corona Travel Guidelines: অতিমারী পরিস্থিতিতেও ভারত ভ্রমণ? উপায় জেনে নিন
Corona Travel Guidelines in India: এই রাজ্যগুলিতে যেতে এখন কোনও সমস্যা নেই...
নয়াদিল্লি: করোনা অতিমারী পরিস্থিতি বাধ সেঁধেছে ভ্রমণেও। সংক্রমণের ভ্রুকূটিতে ভ্রমণপিপাসুরাও ঘরবন্দি। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় বিদেশে যাওয়ার তো কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যেতে পারে নির্দিষ্ট বিধি মেনেই। কেউ যদি বেড়াতে যেতেই চান, তা হলে তাঁকে রাজ্যভিত্তিক কিছু নিয়ম মেনে ভ্রমণ করতে হবে।
কর্ণাটকে কোয়ারান্টিন উঠেছে
অন্য কোনও রাজ্য থেকে কর্ণাটকে গেলে আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৪ দিন হোম-কোয়ারান্টিনে থাকতে হত। সেই নিয়ম প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার।
বঙ্গে সপ্তাহে দুদিন লকডাউন
২০ সেপ্টেম্বর সপ্তাহে দুদিন করে লকডাউন থাকছে রাজ্যব্যাপী। লকডাউনের দিনগুলি জরুরি প্রয়োজন ছাড়া কোনও অবস্থাতেই বাড়ির বাইরে বার হতে দেওয়া হচ্ছে না। নিয়ম লঙ্ঘনে কড়া ব্যবস্থা।
লকডাউনের মেয়াদ বাড়ল
বিহার, মহারাষ্ট্র ও ছত্তিসগঢ়ে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত লকডাউন ছিল। ফলে ওই রাজ্যগুলিতে যেতে এখন তেমন সমস্যা নেই। মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে ৩১ অগস্ট পর্যন্ত লকডাউন। নাগাল্যান্ডেও অগাস্ট জুড়ে লকডাউন। তাই এই রাজ্যগুলিতে এখনই যাওয়ার কোনও সুযোগ নেই।