এক্সপ্লোর
১৪ দিন লড়ে জয়ী, ওষুধ ছাড়া শুধু স্তনপান করেই সুস্থ আগ্রার সদ্যোজাত করোনা আক্রান্ত
একরত্তি শিশু মাকে ছাড়া বাঁচবে কী করে! তাই পিপিই পরে বাচ্চার সঙ্গে মাকেও থাকতে দেওয়া হয় হাসপাতালে।
![১৪ দিন লড়ে জয়ী, ওষুধ ছাড়া শুধু স্তনপান করেই সুস্থ আগ্রার সদ্যোজাত করোনা আক্রান্ত corona-virus-23-day-old-baby-report-came-nagetive-in-sn-medical ১৪ দিন লড়ে জয়ী, ওষুধ ছাড়া শুধু স্তনপান করেই সুস্থ আগ্রার সদ্যোজাত করোনা আক্রান্ত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/24181807/baby-glue.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আগ্রা: কী বলবেন একে? মাতৃদুগ্ধের ক্ষমতা? ডাক্তাররা অন্তত বলছেন এমনটাই। । ১৪ দিন করোনার সঙ্গে লড়াই চালিয়ে গেল একরত্তি শিশু। জিতে ফিরেও এল সেই লড়াই। দেশে
সবথেকে কমবয়সী করোনা-আক্রান্ত এই শিশুটিই।
তাজগঞ্জ এলাকার মহম্মদ আরিফ নামে এক ব্যক্তির ২৩ দিনের শিশুর করোনা ধরা পড়ে। গত ২০ মার্চ এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু তার মা এর করোনা হয়নি। কিন্তু একরত্তি মাকে ছাড়া বাঁচবে কী করে! তাই পিপিই পরে বাচ্চার সঙ্গে মাকেও থাকতে দেওয়া হয় হাসপাতালে।
সদ্যোজাত শিশুটির করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। কিন্তু লক্ষণ ছিল না। তাই কোনও ওষুধও দেওয়া যায়নি। ডাক্তাররা খেয়াল রাখছিলেন শিশুর মায়ের দিকেও। যাতে তিনি না করোনা আক্রান্ত হয়ে পড়েন। তাঁকে পুষ্টিকর খাবার দাবারও দেওয়া হয়। কিন্তু একরত্তি শিশু শুধুমাত্র খেয়েছিল মাতৃদুগ্ধই। এভাবে ১৪ দিন কেটে যায় আইসোলেশন ওয়ার্ডে। তারপর শিশুর রিপোর্ট নেগেটিভ আসে।
সুস্থ হয়ে ওঠার পর কার্যত আপ্লুত শিশুটির মা। জানালেন, কতটা ভেঙে পড়েছিলেন সন্তানের করোনা-সংক্রমণের খবরে। কীভাবে পিপিই পরেই শিশুকে স্তনপান করিয়েছিলেন।
ডাক্তারদের কথায়, কোনও ওষুধ না খেয়ে শুধু স্তনপান করেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। ঘটনায় খুশির জোয়ার চিকিৎসক মহলেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)