Coronavirus Live : আজ দেশজুড়ে কোভিডের মক ড্রিল, কতটা তৈরি কোন রাজ্য ?
Corona virus Live updates : ফের মাথা তুলছে করোনা ভাইরাস। আশঙ্কায় কোভিড প্রোটোকল চালু হচ্ছে দেশে-বিদেশে। কোভিড সামলাতে ভারত কতটা সক্ষম, জানতে মক ড্রিল হবে দেশে।
LIVE
Background
Corona virus Live updates : ফের মাথা তুলছে করোনা ভাইরাস। আশঙ্কায় কোভিড প্রোটোকল চালু হচ্ছে দেশে-বিদেশে। কোভিড সামলাতে ভারত কতটা সক্ষম, জানতে মক ড্রিল হবে দেশে। রাজ্যগুলিকে এই বিষয়ে নোটিস পাঠিয়েছে কেন্দ্র।
- দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। চিনে (China) লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Infection)। বেগতিক দেখে কোভিড আপডেট প্রকাশ করা বন্ধ করল চিন।
- চিনে আতঙ্ক (Panic in China) ধরিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Covid New Variant) BF.7। কিন্তু, ভারতও কি একই রকম সমস্যায় পড়তে পারে ? এই প্রশ্নই কার্যত এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয়দের মনে। এব্যাপারে এবার আশ্বস্ত করলেন CSIR-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক ঊর্ধ্বতন আধিকারিক। তাঁর মতে, BF.7 ভ্যারিয়েন্টের চিনে যে গুরুতর অবস্থা হয়েছে তা ভারতে হবে না। কারণ, ভারতীয়রা ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি গড়ে ফেলেছে।
- তবে, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন CCMB-র অধিকর্তা বিনয় কে নন্দীকুরি। তিনি বলছেন, যে কোনও রকম রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়েন্টগুলির। এমনকী যাঁরা টিকা নিয়েছেন, তাঁদেরও সংক্রমিত করার ক্ষমতা রয়েছে।
- সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি আরও বলেছেন, ডেল্টায় যে গুরুতর অবস্থা হয়েছিল, তার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের হার্ড ইমিউনিটি গড়ে উঠেছে। আমাদের হার্ড ইমিউনিটি আছে, কারণ আমরা অন্যান্য ভাইরাসের মুখে উন্মুক্ত রয়েছি। আমরা ডেল্টা ঢেউ দেখেছি, যেটা বিশাল ছিল। তারপরে আমরা টিকা নিই। তার পরে এল ওমিক্রন ঢেউ। আমরা বুস্টার ডোজ নিতে শুরু করি। আমরা একাধিক কারণে ভিন্ন। সেই কারণেই চিনে যা হয়েছে তা ভারতে হবে না।
Coronavirus Live:নেজাল ভ্যাকসিনের দাম নির্ধারণ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
নেজাল ভ্যাকসিনের দাম নির্ধারণ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জিএসটি বাদে নেজাল ভ্যাকসিনের দাম ৮০০ টাকা। জিএসটি সহ দাম পড়তে পারে আনুমানিক ১০০০ টাকা।
Covid Update LIVE:চিনের করোনা পরিস্থিতি দেখে সতর্ক ভারত
চিনের করোনা পরিস্থিতি দেখে সতর্ক ভারত। কেন্দ্রীয় সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
Coronavirus Live:১ লক্ষ শয্যা এবং ভেন্টিলেটর বিশিষ্ট ১৫ হাজার আইসিইউ নিয়ে করোনা মোকাবিলায় তৈরি গুজরাত
অন্তত ১ লক্ষ শয্যা এবং ভেন্টিলেটর বিশিষ্ট ১৫ হাজার আইসিইউ নিয়ে করোনা মোকাবিলায় তৈরি গুজরাত।
Covid Update LIVE: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। করোনা মোকাবিলায় কেরলের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক, খবর সূত্রে।
Coronavirus Live: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোগন রেড্ডি বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর চিঠি লিখলেন কেন্দ্রকে
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোগন রেড্ডি বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকের পর চিঠি লিখলেন কেন্দ্রকে। প্রিকশনারি ডোজের জন্য মেয়াদ কি কমিয়ে আনা যায়? এই মর্মে চিঠি।