এক্সপ্লোর
Advertisement
করোনার থাবা এবার অ্যান্টার্কটিকায়, সেনা সহ আক্রান্ত ৩৬
বার্নার্ডো ও'হিগিন্স ঘাঁটিতে ৩৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ২৬ জন সেনা এবং ঠিকাদারি সংস্থার ১০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের সংস্পর্শে আসা বাকিদের ইতিমধ্যে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সান্তিয়াগো: এবার মারণ করোনাভাইরাস থাবা বসাল অ্যান্টার্কটিকায়। সারা বিশ্বে কোভিড থাবা বসালেও, এতদিন পর্যন্ত কোভিড মুক্তই ছিল আন্টার্কটিকা। চিলির সেনাবাহিনীর গবেষণা কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে।
বার্নার্ডো ও'হিগিন্স ঘাঁটিতে ৩৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ২৬ জন সেনা এবং ঠিকাদারি সংস্থার ১০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের সংস্পর্শে আসা বাকিদের ইতিমধ্যে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখছে প্রশাসন। স্বাস্থ্য এবং সেনাবাহিনী জানিয়েছে, হিমশৈল এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে প্রত্য়েককে সরিয়ে আনা হয়েছে।
চিলির সেনাবাহিনী দ্বারা পরিচালিত গবেষণা কেন্দ্র উত্তর অ্যান্টার্কটিকার একটি উপদ্বীপের নিকটবর্তী অঞ্চলেই অবস্থিত। চিলির পাতাগোনিয়ায় মাগ্যালেনেসে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অ্যান্টার্কটিকার সেনা শিবির এবং গবেষণাকেন্দ্র গত কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল। বন্ধ ছিল পর্যটনও। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে জানিয়েছে ৩৮টি স্টেশনের ১০০০ হাজার জনকে দক্ষিণাঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী বসন্ত বা গ্রীষ্মে সংক্রমণের হার বাড়বে।
চিলি সেনা জানিয়েছে, চলতি মাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ২ সেনা। মাগ্যালেনেস অত্যন্ত জনবহুল অঞ্চল। পাহাড়, সমুদ্র হিমবাহ বেষ্টিত এই অঞ্চলে ঠান্ডা বাতাসের জেরে জর্জরিত অবস্থা। গত কয়েকমাস ধরেই কোয়ারেন্টাইনের যাবতীয় বিধি মানতে হচ্ছে। চিলি সেনা সূত্রে খবর, জাহাজের ২০৮ জনের মধ্যে ৩জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ওই জাহাজ অ্যান্টার্কটিকা অঞ্চলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement