লকডাউনে বিপর্যস্ত স্বাভাবিক জীবন, অনলাইনে প্রচার-প্রতিবাদ বেঙ্গালুরুর ক্যাব চালকদের
প্রচারের নাম দেওয়া হয়েছে 'সেলফি উইদ এমপ্টি ভেসেলস'। .... ক্যাব চালকরা প্রতিবাদস্বরূপ হাতে কালো রিবন পরেন।
![লকডাউনে বিপর্যস্ত স্বাভাবিক জীবন, অনলাইনে প্রচার-প্রতিবাদ বেঙ্গালুরুর ক্যাব চালকদের Coronavirus: Bengaluru cab drivers launch online campaign to highlight hardship during lockdown লকডাউনে বিপর্যস্ত স্বাভাবিক জীবন, অনলাইনে প্রচার-প্রতিবাদ বেঙ্গালুরুর ক্যাব চালকদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/29153325/bangaore-airport-taxi-booking.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: করোনাভাইরাস লকডাউনের ফলে, তাঁর স্বাভাবিক জীবনযাপন কীভাবে বিপর্যস্ত হয়েছে, তা জনসমক্ষে তুলে ধরতে অনলাইনে একটি প্রচার শুরু করেছেন বেঙ্গালুরুর ক্যাব চালকরা।
প্রচারের নাম দেওয়া হয়েছে 'সেলফি উইদ এম্পটি ভেসেলস'। অবিলম্বে আর্থিক সহায়তা দাবি করে, চালকরা জানিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা করে জমা করতে হবে।
তাঁদের প্রতি রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে উদাসীন আচরণের অভিযোগ তুলে ক্যাব চালকরা প্রতিবাদস্বরূপ মাথায় কালো রিবন পরেন। এই প্রতিবাদ-প্রচারে অংশ গ্রহণ করেছেন বেঙ্গালুরুর প্রচুর ক্যাবচালক। সেই মতো, হাতে খালি পাত্র ধরে ছবি তুলে পোস্ট করে নিজেদের দুরবস্থা ব্যক্ত করার চেষ্টা করেছেন তাঁরা।
বেঙ্গালুরুর অ্যাপ-নির্ভর ক্যাবের সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি তনবীর পাশা বলেন, লকডাউনের প্রায় দেড়মাস হতে চলল। কিন্তু, এখনও পর্যন্ত আমাদের সমস্যা নিয়ে কেউ চিন্তিত নয়।
তিনি বলেন, লকডাউনেপ ফলে চালকরা কর্মহীন হয়ে পড়েছেন। কিন্তু, ভারত বা রাজ্য সরকার, কেউই তাঁদের কষ্ট দেখছে না। বেঙ্গালুরুতে প্রায় প লক্ষ ট্যাক্সি ও অটোচালক রয়েছেন। অধিকাংশের কাছে বিপিএল কার্ডও নেই। সরকারের সহায়তা তাঁদের কাছে পৌঁছচ্ছে না।
সংগঠনের দাবি, যে বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে অ্যাপ-নির্ভর ক্যাব চালকরা নথিভুক্ত, তারাও এই চালকদের কোনওপ্রকার সহায়তা করছে না। তার ওপর, গাড়ির মাসিক কিস্তি মেটাতে ব্যাঙ্কের তরফে চাপসৃষ্টি করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)