করোনাভাইরাস: বন্ধ সিনেমা হল, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানা ও সাফারি, প্রভাব আদালতেও
কলকাতা হাইকোর্ট এবং জেলা আদালতগুলিতে ২১ মার্চ পর্যন্ত কোনও কাজ হবে না।
কলকাতা: করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। এবার করোনার প্রভাব পড়তে শুরু করল অন্যান্য ক্ষেত্রেও। সেই তালিকার প্রথমেই রয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই হাইকোর্টের বার কাউন্সিলের জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা হাইকোর্ট এবং জেলা আদালতগুলিতে ২১ মার্চ পর্যন্ত কোনও কাজ হবে না। শুধুমাত্র গ্রেফতার হওয়া অভিযুক্তদের পুলিশ বা জেল হেফাজতে পাঠানোর জন্য, জেলা আদালতে শুনানি হবে। এদিন ব্যাঙ্কশাল কোর্টে কোনও বন্দিকে জেল থেকে আনা হয়নি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানির নতুন তারিখ দেওয়া হয়েছে। করোনা ঠেকাতে জমায়েত এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখতে বলেছেন। জমায়েত এড়াতে ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটির মতো কলকাতার দ্রষ্টব্য স্থান গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানা ও সমস্ত সাফারি। রাজ্যের ১২টি চিড়িয়াখানা ও সবকটি সাফারি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ৩১ মার্চ পর্যন্ত আলিপুরের জাতীয় গ্রন্থাগার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষও। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে প্রসাদ বিতরণ ও সন্ধ্যারতির সময় দোতলায় যাওয়া বন্ধ থাকবে। অন্য সময়ও নাটমন্দিরে বসা যাবে না। শুধু দর্শন ও প্রণাম করা যাবে।