Corona Guidelines:'দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করতে হবে', কোভিড রুখতে রাজ্যগুলিকে পরামর্শ চিঠি স্বাস্থ্য মন্ত্রকের
Coronavirus Guidelines : করোনা চিকিৎসায় দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা: ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, ফের রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। ৫ দফা পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের। করোনা চিকিৎসায় দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের নজরদারিতে বিশেষ দল গঠনের পরামর্শও দেওয়া হয়েছে ওই চিঠিতে। মুখ্যসচিবকে এই চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
ঠিক কী কী বলা হয়েছে?
- ‘সাহায্য নেওয়া যেতে পারে বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সংস্থার’
- ‘মহকুমা বা জেলাস্তরে খুলতে হবে কন্ট্রোল রুম’
- ‘করোনা পরীক্ষা, অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে’
প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩৪৫১ জন। করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারির ভাবনা। কোভিড আবহে ৩ জানুয়ারির নেতাজি ইন্ডোরের ছাত্রদের অনুষ্ঠান বাতিল। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা ছিল। কবে এই অনুষ্ঠান হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন, রাজ্যে ফের জারি হতে পারে কোভিড বিধিনিষেধ, কবে থেকে লাগু হবে নয়া নিয়ম?
রাজ্য সরকার এই সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বাতিল জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। তবে কোন কোন ক্ষেত্রে জারি করা হবে বিধিনিষেধ, কাল চূড়ান্ত সিদ্ধান্ত। কাল নবান্নে প্রশাসনিক কর্তাদের বৈঠক। বৈঠকের পর জারি করা হতে পারে বিজ্ঞপ্তি।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, কলকাতায় বাড়ছে করোনা, সতর্কতাই একমাত্র পথ। বাধ্যতামূলক মাস্ক। আজ থেকেই শুরু হয়েছে পনেরো ঊর্ধ্বদের টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মুদিয়ালির একটি ক্যাম্পে ঢুঁ মেরেছিলাম আমরা। কীভাবে কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে, পড়ুয়াদের নিজে হাতে দেখিয়ে দিচ্ছেন কর্মীরা।