(Source: ECI/ABP News/ABP Majha)
Coronavirus India: উত্সবের মরসুমে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু, আক্রান্তের সংখ্যা
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে।
নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। উত্সবের মরসুমে দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৫৮৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার ৭০৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮০৮ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৭৩ হাজার ৩৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৯১ লক্ষ ১১ হাজার ৯৩০।
বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর তরফে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার ১৩ লক্ষ ১ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ অক্টোবর পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৮ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ৫২৫। এখনও পর্যন্ত দেশে ৯৬.৮২ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হচ্ছে।
পুজোর শুরুতে ৬০০-র কোটায় দৈনিক সংক্রমণ থাকলেও আজ অষ্টমীতে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭১ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৮২ জন। আজ অর্থাৎ ১৩ অক্টোবর রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৭ জন। গতকালের থেকে ১৫ জন কম। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১০ জনের অর্থাৎ মৃত্যুর সংখ্যা বাড়ল। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৯৩৫ জন।