Corona New Variant: নয়া প্রজাতি IHU-ও মারাত্মক সংক্রামক, অকেজো হতে পারে টিকা, জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
Covid New Variant IHU: স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, ওমিক্রনের পর ফ্রান্সে নতুন প্রজাতির হদিশ। এই প্রজাতি ওমিক্রনের থেকে বেশি গতিতে সংক্রামিত করবে।
ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হু হু করে ছড়াচ্ছে করোনা (Coronavirus) সংক্রমণ । দিনে দিনে বাড়ছে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই উদ্বেগ আরও জোরাল করে, ফ্রান্সে (France) হদিশ মিলল করোনার এক নতুন প্রজাতির। গবেষকরা যার নাম দিয়েছেন IHU। তাঁদের দাবি, এই প্রজাতি ওমিক্রনের থেকেও দ্রুত ছড়াতে পারে।
ওমিক্রন উদ্বেগের মধ্যেই হদিশ মিলল করোনার এক নতুন প্রজাতির। এবার বিজ্ঞানীদের চিন্তা বাড়াচ্ছে ফ্রান্সের IHU ভ্যারিয়েন্ট। আলফা, বিটা, গামা, ডেল্টার পর ইতিমধ্যেই ভয়ঙ্করভাবে ছড়াতে শুরু করেছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। যার সংক্রমণ ছড়ানোর ক্ষমতা, ডেল্টার থেকে অনেক গুণ বেশি বলে দাবি চিকিৎসকদের। কিন্তু, তাকে ঠেকানোর রাস্তা খুঁজে বের করার আগেই, ফ্রান্সের মেডিটিরেনি ইনফেকশন ইউনিভার্সিটি হসপিটাল ইনস্টিটিউটের গবেষকরা করোনার আরও একটি নতুন ভ্যারিয়েন্টের হদিশ পেলেন।
যার সংক্রামক ক্ষমতা ওমিক্রনের থেকেও বেশি বলে গবেষকদের দাবি। এই ভ্যারিয়েন্টটি হল- B.1.640.2। প্রতিষ্ঠানের নাম অনুযায়ী, গবেষকরা এই ভ্যারিয়েন্টের নাম দিয়েছেন IHU। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, ওমিক্রনের পর ফ্রান্সে নতুন প্রজাতির হদিশ। এই প্রজাতি ওমিক্রনের থেকে বেশি গতিতে সংক্রামিত করবে। চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে, মাস্ক পরতে।
আরও পড়ুন, ভারতে সংক্রমণের বিস্ফোরণ, গত ৮ দিনে ৬ গুণেরও বেশি সংক্রমণ বাড়ল দেশে
চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, "ভাইরাস সবসময় মোটিভ চেঞ্জ করে। সেভাবেই আসছে। কতটা মারাত্মক, সেটা গবেষণার বিষয়। চরিত্র পাল্টাবে।" নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ফ্রান্সের মেডিটিরেনি ইনফেকশন ইউনিভার্সিটি হসপিটাল ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি, IHU ভ্যারিয়েন্ট ৪৬ বার মিউটেট করেছে বা চরিত্র বদল করেছে।
ফলে এখনকার ভ্যাকসিনগুলি করোনার এই ভ্যারিয়েন্টকে ঠেকাতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "এই ভ্যারিয়েন্টে সংক্রমণের প্রবণতা বাড়বে। প্রচুর লোকের মধ্যে ছড়াবে। নতুন পর্যায়ে আসবে।" করোনার এই নতুন ভ্যারিয়েন্ট IHU’র হদিশ মিলেছে দক্ষিণ ফ্রান্সে। সেখানকার মার্সেই শহরে ইতিমধ্যে ১২ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। যার মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি। আক্রান্তদের মধ্যে অনেকেই সম্প্রতি আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে গেছিলেন।
IHU-র গবেষকদের দাবি, এই ভ্যারিয়েন্টে N501Y মিউটেশন লক্ষ্য করা গেছে, যার জেরে তা অত্যন্ত দ্রুত গতিতে ছড়াতে পারে। পাশাপাশি IHU ভ্যারিয়েন্টে E484K মিউটেশনও দেখা গেছে, যার জেরে এর ক্ষেত্রে ভ্যাকসিন কাজ না-ও করতে পারে। চিকিৎসকরাই বলছেন, ভারতে করোনার তৃতীয় ঢেউ চলে এসেছে। তার মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে নতুন প্রজাতির হদিশ মেলার খবর।