এক্সপ্লোর
কাশতে দেখে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে মার পথচারীদের, নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ঠাণেতে
বুধবার সকালের এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছে পুলিশ। করোনাভাইরাস মারাত্মক ক্ষতিকর, মৃত্যু ডেকে আনে, এহেন ভীতির জেরে ইদানীং একাধিক দুঃখজনক ঘটনা ঘটছে।
![কাশতে দেখে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে মার পথচারীদের, নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ঠাণেতে Coronavirus Outbreak: 34-year-old who was attacked on suspicion of being a COVID-19 patient, dies in Thane কাশতে দেখে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে মার পথচারীদের, নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ঠাণেতে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/29135421/death.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
ঠাণে: রাস্তায় তাঁকে কাশতে দেখে লোকজনের সন্দেহ হয়, তিনি কোভিড-১৯ আক্রান্ত। কিন্তু ঠিক, ভুল যাচাই হওয়ার আগেই চলে মারধর। নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু হল মহারাষ্ট্রের ঠাণের কল্যাণের এক ব্যক্তির। বুধবার সকালের এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছে পুলিশ। করোনাভাইরাস মারাত্মক ক্ষতিকর, মৃত্যু ডেকে আনে, এহেন ভীতির জেরে ইদানীং একাধিক দুঃখজনক ঘটনা ঘটছে। কোথাও করোনা সংক্রমিতের সেবা করা ডাক্তার স্বাস্থ্যকর্মীদের দূরে ঠেলে দেওয়া হচ্ছে, বাড়ি ছাড়তে বলা হচ্ছে, কোথাও আবার করােনা আক্রান্তের মৃত্যুর পর দেহ দাহ করতে চাইছে না একেবারে কাছের প্রিয়জন। সেই প্রেক্ষাপটেই এমন ভয়াবহ ঘটনা।
জনৈক পুলিশ অফিসার জানান, মৃত লোকটির নাম গণেশ গুপ্তা। ৩৪ বছরের গণেশ লকডাউনের মধ্য়ে জরুরি কিছু কিনতে বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় কয়েকজন পুলিশকর্মীকে টহল দিতে দেখে ভয়ে তিনি অন্য রাস্তা ধরেন। হাঁটতে হাঁটতে তিনি কাশছিলেন। কিছু পথচারী ধরে নেন, গণেশ করোনাভাইরাস আক্রান্ত। তাঁকে মারধর করেন তাঁরা। মারের চোটে তিনি ড্রেনে পড়ে যান। সেখানেই তিনি মারা যান। খড়কপাড়া থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাততঃ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)