এক্সপ্লোর
Advertisement
করোনা-ভীতির মধ্যেই লুডোর আসরে ‘কেশে ওঠায়’ গুলি, জখম যুবক হাসপাতালে ভর্তি
জনৈক পুলিশ অফিসার বলেন, প্রশান্ত ও আরও তিনজন গ্রামের মন্দিরে রাতে লুডো খেলছিলেন। সেখানে হাজির হন গুল্লু। প্রশান্ত খেলার মাঝখানেই আচমকা কাশতে থাকলে গুল্লু রেগে যান। প্রশান্ত ইচ্ছে করেই কেশেছেন বলে গুল্লুর মনে হয়।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ে প্রবল ভীতি, আতঙ্কের মধ্যে লুডোর আসরে ‘কেশে ওঠা’র মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি চলল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় জরছা থানার অধীন দয়ানগর গ্রামের মন্দিরে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটেছে ঘটনাটি। গুলিতে জখম প্রশান্ত সিংহ ওরফে প্রবেশ নামে ২৫ বছর বয়সি এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিচালনায় অভিযুক্ত জয়বীর সিংহ ওরফে গুল্লু এখনও গ্রেফতার হয়নি। দুজনেই দয়ানগরের বাসিন্দা, কৃষিকাজে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
জনৈক পুলিশ অফিসার বলেন, প্রশান্ত ও আরও তিনজন গ্রামের মন্দিরে রাতে লুডো খেলছিলেন। সেখানে হাজির হন গুল্লু। প্রশান্ত খেলার মাঝখানেই আচমকা কাশতে থাকলে গুল্লু রেগে যান। প্রশান্ত ইচ্ছে করেই কেশেছেন বলে গুল্লুর মনে হয়। দুজনের কথাকাটাকাটি হয় এ নিয়ে। হঠাত্ পিস্তল বের করে প্রশান্তকে গুলি চালিয়ে দেন গুল্লু।
আহত প্রশান্তকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত গুল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁর সন্ধানে অভিযান শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট, জ্বর-এগুলি কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement