Derek O’Brien: করোনায় আক্রান্ত ডেরেক ও'ব্রায়েন, টুইটে জানালেন তৃণমূল নেতা
TMC leader Derek O’Brien: একথা টুইটে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডেরেক ও'ব্রায়েন। মঙ্গলবার একথা টুইটে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সামান্য উপসর্গ রয়েছে, নিজেই ট্যুইট করে জানালেন ডেরেক।
এদিন টুইটে এই খবর দিয়ে ডেরেক জানান, ‘গত ৩ দিনে সংস্পর্শে আসা কারও উপসর্গ থাকলে চিকিত্সকের পরামর্শ নিন’।
এদিকে, করোনা চিকিত্সায় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও ২টি ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবিভ্যাক্স ও কোভোভ্যাক্স ভ্যাকসিনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে অ্যান্টি ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরকেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, ‘অভিনন্দন ভারত। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একদিনে তিনটি অনুমোদন দিয়েছে। কোরবিভ্যাক্স ভ্যাকসিন, কোভাভ্যাক্স ভ্যাকসিন এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মলনিউপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়া হল।’
এদিকে করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির গতকাল রাতে করোনা পরীক্ষা করা হলে, ভাইরাসের পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। সৌরভের ভাইরাল লোড ১৯ পয়েন্ট ৫। চিকিত্সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল।
দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে।