করোনাভাইরাস: পরীক্ষা বা চিকিৎসা না করাতে চাইলে জেল, জানিয়ে দিল ঝাড়খণ্ড প্রশাসন
করোনা সম্পর্কিত ভুয়ো খবর কেউ ছড়ালে, তাঁর বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাঁচি: করোনাভাইরাস প্রকোপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। পরীক্ষায় অনেকের শরীরে এই ভাইরাসের প্রমাণ মিলেছে। আর প্রমাণ মিললেই সোজা কোয়ারান্টিন। এই কারণে, অনেকে এমন রয়েছেন যাঁরা জ্বর হওয়া সত্ত্বেও ভয়ে এই পরীক্ষা বা চিকিৎসা করাতে চাইছেন না। বিশেষজ্ঞদের দাবি, এই মানসিকতার ফলে, আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে মানুষকে। এটা প্রশাসনের কাছেও চ্যালেঞ্জ-- একজনকে শারীরিক পরীক্ষা বা চিকিৎসা করাতে কী করে বাধ্য করা যায়? এই প্রেক্ষিতে ঝাড়খণ্ড প্রশাসন বুধবার থেকে এক নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, কোনও করোনা সন্দেহভাজন ব্যক্তি চিকিৎসা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং প্রয়োজনে জেলে পাঠানো হবে। স্বাস্থ্যকর্মীরা যখন-তখন যে কারও বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে পারেন বা পরীক্ষা করতে পারেন। কেউ তাঁদের বাধা দিলে, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, করোনা সম্পর্কিত ভুয়ো খবর কেউ ছড়ালে, তাঁর বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে কোনও ব্যক্তি করোনা পজিটিভ হননি। তবে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্যে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।