মহামারীমুক্ত পৃথিবীর প্রার্থনা, আইসিইউ বেডে বসে আপন মনে গাইছেন করোনা আক্রান্ত যুবক
হাসপাতাল সূত্রে খবর, ৪০ বছর বয়সী ওই যুবকের নাম অমল কুমার মন্ডল। গত ছয় তারিখ সংক্রমণ নিয়ে রাজবাঁধের বেসরকারী এই হাসপাতালে ভর্তি হয় ওই রোগী।
দুর্গাপুর: করোনা আতঙ্ক বাড়াচ্ছে। কার্যত সুনামীর মতো দেশের ওপর আছড়ে পড়েছে। তবে আতঙ্কের মাঝেও কিছুটা মন ভাল করা ছবি। হাসপাতালের আইসিইউ বেডে বসে অন্যান্য রোগীকে গান শোনালেন। আর সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুর্গাপুরের রাজবাঁধে এক বেসরকারি এক হাসপাতালের ছবি।
হাসপাতাল সূত্রে খবর, ৪০ বছর বয়সী ওই যুবকের নাম অমল কুমার মন্ডল। গত ছয় তারিখ সংক্রমণ নিয়ে রাজবাঁধের বেসরকারী এই হাসপাতালে ভর্তি হয় ওই রোগী। চিকিৎসা চলছে তার ভিডিওতে দেখা যাচ্ছে, আইসিইউ-এর বেডে বসে ভক্তিমূলক গান গাইছেন এক যুবক, সংক্রমণ মুক্তির প্রার্থনা জানাচ্ছেন। আর সেই গান শুনছেন অন্যান্য রোগীরা। ভিড় করেছেন নার্স-চিকিৎসকরাও। সব মিলিয়ে তীব্র সঙ্কটেও যেন খানিকটা আশার আলো।
গতকালই এমনই আরেকটি মানবিক ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দিল্লির এক হাসপাতালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপশিখা নামে এক চিকিৎসক। সেখানে দেখা গিয়েছে, মৃত্যু শয্য়ায় শুয়ে রয়েছেন করোনা আক্রান্ত মা। মনের জোর বাড়াতে ভিডিও কলে মাকে গান গেয়ে শোনাচ্ছেন ছেলে। চিকিৎসক এও জানিয়েছিলেন, ওটাই শেষবার। এরপর মৃত্যু হয় রোগী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও এক করোনা আক্রান্ত যুবতীর কীর্তিও। দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় বসে তিনি। আর ওয়ার্ডেই চলছে জীবনের বেঁচে থাকার গান। লভ ইউ জিন্দেগি। সেই গানের সঙ্গে তাল মেলাচ্ছেন করোনা আক্রান্ত যুবতী। জীবনকে চেয়েছিলেন পুরোদমে উপভোগ করতে। দিনকয়েক আগে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করোনায় যখন কাঁপছে গোটা দেশ তখন করোনা আক্রান্তের এই মনোবল নতুন করে আশার আলো দেখিয়েছিল। কিন্তু বেশি সময় স্থায়ী হল না সেই আলো। করোনাই কেড়ে নিল বছর ৩০-এর ওই যুবতীর প্রাণ।
সবমিলিয়ে বলার অপেক্ষা রাখে না, করোনার ভয়াবহতার মাঝেই পাল্লা দিয়ে চলছে বেঁচে থাকার লড়াই। কখনও জেনারেল ওয়ার্ড কখনও আবার আইসিইউ বেড। মহামারীর আতঙ্কের মাঝেও মন ভাল করা কয়েকটা ছবি সামনে আসছে বারবার। যা লড়াই-এর সাহস জুগিয়ে চলেছে দেশবাসীর।