Covid19 Update: অস্ত্রোপচারের পর ৮ রোগীর মধ্যে ছড়াল করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু কলকাতা মেডিক্য়ালে
সূত্রের খবর, ১ রোগীর করোনা আক্রান্ত ছিলেন। তাঁর থেকেই সংক্রমিত হন এইচডিইউতে থাকা বাকি ৭ জন।
কলকাতা: কলকাতা মেডিক্যালের সার্জারি বিভাগের এইচডিইউতে এবার করোনার থাবা। অস্ত্রোপচারের পর এইচডিইউতে থাকা ৮ রোগী করোনা আক্রান্ত হয়েছে। হাসপাতাস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সমস্যার অস্ত্রোপচারের জন্য তাঁরা সম্প্রতি তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সূত্রের খবর, ১ রোগীর করোনা আক্রান্ত ছিলেন। তাঁর থেকেই সংক্রমিত হন এইচডিইউতে থাকা বাকি ৭ জন।
ওই ৮ জন রোগীর মধ্যে ইতিমধ্যেই ২ জন রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালের তরফে। এরপরই জরুরি ভিত্তিক ব্যবস্থা নিয়ে আক্রান্তদের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তারপরই সাময়িক রোগী ভর্তি বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়েছে এইচডিইউ।
করোনা হাসপাতালগুলির মধ্যে অন্যতম কলকাতা মেডিক্যাল কলেজ। তবে অন্যান্য রোগেরও চিকিৎসা চলছে সেখানে। তবে গোটা রাজ্যজুড়ে করোনার যে ছবি ধরা পড়ছে তা স্বস্তি দিচ্ছে না রাজ্যবাসীকে। গতকালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এটাই করোনা সংক্রমিত হয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু।
অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯,৫১১ জন। রাজ্যে একদিনে সুস্থ ১৯,২১১ জন, সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ। উত্তর চব্বিশ পরগণায় একদিনে আক্রান্ত ৪২৭৯ জন, মৃত ৩৫ জন
কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯৫১ জন, মৃত ৩০ জন।