মালিয়ার বাজেয়াপ্ত সম্পত্তি ব্যবহারের অনুমতি দিল বিশেষ আদালত
২০১৬ সালে দেশ ছেড়ে তিনি ব্রিটেনে চলে গিয়েছেন এবং এখনও সেখানেই রয়েছেন।
নয়াদিল্লি: ব্যবসায়ী বিজয় মাল্যর বাজেয়াপ্ত সম্পত্তি ব্যবহারের অনুমতি দিল বিশেষ আদালত। এনফোর্সমেন্ট ডিরক্টরেট সূত্রের খবর আর্থিক তছরুপ রোধ আইন অনুযায়ী তদন্তকারীরা মাল্যর যে স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তা তাঁরা ব্যবহার করতে পারবেন। তবে আদালত এও জানায়, এই অনুমতির কারণে যদি কেউ প্রভাবিত হন, তাহলে তিনি চলতি মাসের ১৮ তারিখের মধ্যে বোম্বে হাইকোর্টে আবেদন করতে পারেন।
গত বছর ফেব্রুয়ারি মাসে বিশেষ আদালতের কাছে ইডি জানায় বিজয় মাল্যর যে স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা অস্থাবরে পরিণত করতে তাঁদের কোনও সমস্যা নেই। মাল্যর ৬ হাজার ২০৩ কোটি টাকা এবং সেই অর্থের ঋণ বাবদ যে টাকা হয় তা আদায় করতেই মাল্যর সম্পত্তি বিক্রি করতে চায় ইডি। উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসেই ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মাল্যর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় বিশেষ আদালত। তার আগে থেকে পলাতক ছিলেন বিজয় মাল্য। পরে জানা যায় ২০১৬ সালে দেশ ছেড়ে তিনি ব্রিটেনে চলে গিয়েছেন এবং এখনও সেখানেই রয়েছেন।