Covaxin Clinical Trail: ২ থেকে ১৮ বছর বয়সিদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র
ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) পক্ষ থেকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে
নয়াদিল্লি: শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন ট্রায়ালে ছাড়পত্রের বড় সিদ্ধান্ত। ২ থেকে ১৮ বছর বয়সিদের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় দফার ভ্যাকসিন ট্রায়ালের জন্য ছাড়পত্র দেওয়া হল কোভ্যাকসিনকে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) পক্ষ থেকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে যে খবর জানান নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল। তিনি জানিয়েছেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে যে ক্লিনিক্ল্যাল ট্রায়াল।
কিছুদিন আগেই ২ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় দফায় ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করেছিল হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থা। ১৮ দিনের ব্যবধানে ইনট্রামাসকুলার রুটে যে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনার কথা জানায় তারা। ৫২৫ জন সুস্থ-সবল স্বেচ্ছাসেবকদেরও যে জন্য বেছে নেওয়া হয়েছে।
যে আবেদনে ছাড়পত্রের ঘোষণা করে নীতি আয়োগের সদস্য় (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছেন, 'দ্বিতীয় ও তৃতীয় দফায় ২ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্টোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিএ)। আগামী ১০-১২ দিনের মধ্যেই যে প্রক্রিয়া শুরু হয়ে যাবে।'
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে যৌথ উদ্যোগে ভারত বায়োটেক বানিয়েছে কোভ্যাকসিন। এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের দেওয়া হয়েছে সিরাম ইনস্টিটিউটের বানানো কোভিশিল্ড ও ভারত বায়োটেকের বানানো কোভ্যাকসিন। পাশাপাশি ১৮ বছরের ঊর্ধে সকলের টিকাকরণের কাজ শুরু হওয়ায় ভ্যাকসিন-ভোগান্তি কমাতে দেশে এসে পৌঁছেছে রাশিয়ার স্পুটনিক ভি। আসার কথা ফাইজার, মর্ডানা ও জনসন অ্যান্ড জনসনের টিকারও।
এমনিতেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে বেশ খারাপ অবস্থায় ভারত। এর মাঝেই একাংশের আশঙ্কা, কোভিডের তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে শিশুদের জন্য। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ ১৮ বছরের কম বয়সিদের টিকা দেওয়ার কাজ শুরু করেছে। পরের ঢেউয়ের সময়ও যাতে পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে না চলে যায় তাই এখন থেকেই বাচ্চাদের টিকাকরণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে স্বাস্থ্যমন্ত্রক।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )