এক্সপ্লোর
করোনা: কলকাতা মেডিক্যালে হৃদরোগ বিভাগের ৪ চিকিৎসক সহ আক্রান্ত ৬, দুর্গাপুরের হাসপাতালে সংক্রমিত নার্স সহ ৬
করোনার থাবা কলকাতা মেডিক্যাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে...

কলকাতা ও পশ্চিম বর্ধমান: কলকাতা মেডিক্যালের হৃদরোগ বিভাগে করোনার থাবা। ৪ চিকিৎসক সহ আক্রান্ত ৬। এদের মধ্যে একজন মেডিক্যাল টেকনোলজিস্ট ও একজন সাফাই কর্মীও রয়েছেন। ৩ জন আক্রান্তকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাকি ৩ জন আছেন হোম আইসোলেশনে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার থাবা। আক্রান্ত নার্স, স্বাস্থ্য কর্মী, চতুর্থ শ্রেণির কর্মী সহ ৬ জন। এর জেরে হাসপাতালের মেল ও ফিমেল ওয়ার্ড আপাতত বন্ধ। বেশ কয়েকজন রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বাকি রোগীদের সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। ৯০ জন স্বাস্থ্য কর্মী ও রোগীর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















