Centre on Covid19: RT-PCR বঞ্চিত এলাকায় কোভিড শনাক্তকরণে X-Ray Setu আনল সরকার, ব্যবহার হোয়াটসঅ্যাপে
করোনা পরীক্ষায় নতুন পদক্ষেপ। X-Ray Setu লঞ্চ করল সরকার। যা WhatsApp-এর মাধ্যমে ব্যবহার করা যাবে।
নিউ দিল্লি : করোনা পরীক্ষায় নতুন পদক্ষেপ। X-Ray Setu লঞ্চ করল সরকার। যা WhatsApp-এর মাধ্যমে ব্যবহার করা যাবে। এর সাথে ছোট শহরে যেখানে করোনা শনাক্তকরণে RT-PCR বা CT Scan-এর সুবিধা সহজলভ্য নয়, সেখানকার ১০ হাজার চিকিৎসককে জোড়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে গ্রামীণ এলাকার চিকিৎসকরা যাঁরা কোভিড শনাক্তকরণের সরঞ্জাম জোগাড়ে বেগ পান, তাঁদের কাছে এই X-Ray Setu গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। একাজে আর্টপার্ক ও নিরাময় নামে নন-প্রফিট অর্গানাইজেশন-এর সাথে গাঁটছড়া বেঁধেছে সরকার।
ওয়েবসাইটে বলা হয়েছে, X-Ray Setu হল Chest Xray-র ব্যাখ্যা। যা চিকিৎসকরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে জানতে পারবেন। গত ১০ মাস ধরে গবেষণা করে এর ডিজাইন করেছেন ARTPARK, নিরাময় হেল্ফ ও ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স এর গবেষকরা। ব্যস্ত চিকিৎসকরা সহজে এবং দ্রুত Xraysetu ব্যবহার করতে পারবেন। আমরা বিশ্বাস করি যে, আগামীদিনে ভারতে স্বাস্থ্যক্ষেত্রে এটা মডেলে পরিণত হতে পারে।
আর্টওয়ার্কের CEO উমাকান্ত সোনি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, স্টার্টআপ নিরাময় এবং IISC-র সহযোগিতায় X-Ray Setu তৈরি করা হয়েছে। AI সিস্টেমের মাধ্যমে X-Ray ব্যবহার করে কোভিড শনাক্ত করা যাবে। XraySetu-তে প্রশিক্ষিত এমন ১০ হাজর চিকিৎসকের মধ্যে আগামী ১৫ দিনে মজবুত নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছি আমরা। যাতে করে তৃতীয় ঢেউ এলে গ্রামীণ এলাকার চিকিৎসকদের কাছে সমাধান থাকে।
কীভাবে X-Ray Setu পরিচালনা করা যাবে ?
- চিকিৎসকদের এই ওয়েবসাইটে- www.xraysetu.com ঢুকতে হবে। বেটা ভার্সনে এটি রয়েছে।
- ওয়েবসাইটে ঢোকার পর ‘Try the Free X-Ray Setu Beta’ বাটন পাবেন।
-এই বাটনে ক্লিক করলেই আপনি X-Ray setu-র হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোয় ঢুকে পড়বেন।
-সেখানে রোগীর এক্স-রে-র ছবি পাঠাতে পারেন। কয়েক মিনিটের মধ্যেই দুই পাতার ডায়াগনস্টিক পেয়ে যাবেন। সেই অনুযায়ী পরামর্শ দেবেন চিকিৎসক।
গ্রামীণ এলাকায় এই টুল চিকিৎসক ও রেডিওলজিস্টদের কাজে আসবে। XraySetu ব্যবহার করে গ্রামীণ এলাকার একজন চিকিৎসক মিনিটের মধ্যে chest XRay-র ব্যাখ্যা পেয়ে যাবেন।