Covid 19 : আজ থেকেই কি নতুন কোভিড-কড়াকড়ি জারি? ইঙ্গিত স্বাস্থমন্ত্রীর মন্তব্যে
Covid Norms : কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
নয়াদিল্লি : শুধু চিন নয়, করোনা পরিস্থিতি ( Corona Situation ) ভয়াবহ আকার ধারণ করছে আমেরিকা-ব্রাজিল-জাপানেও! এই পরিস্থিতিতে, স্বাস্থ্য-মন্ত্রকের কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ( Mansukh Mandaviya, Minister of Health and Family Welfare of India)। কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে জল্পনা বাড়িয়েছে মাণ্ডব্যর এক মন্তব্য।
নজরদারি জোরদার করার নির্দেশ
বৃহস্পতিবার থেকে দেশে কোভিড ( Covid 19 ) সংক্রান্ত বিধিনিষেধ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আজ থেকেই। এমনটাই ইঙ্গিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। তিনি বলেন, আমরা অসতর্ক হতে পারি না, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ' কোভিড এখনও শেষ হয়নি। আমি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।'
সংসদে মাস্ক
অন্যদিকে বৃহস্পতিবারই দেখা যায়, সংসদে মাস্ক পরে ঢোকেন স্পিকার, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিন থেকেই সংসদে চালু হয়ে গিয়েছে মাস্ক বিধি। এই পরিস্থিতিতে এদিনই দুপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোভিড মোকাবিলায় কী পদক্ষেপ, তারই পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।
যে চিনে করোনার উৎপত্তি, সেখানে এখন হাহাকার! আবারও, ভয়াবহ আকার নিয়েছে চিনের করোনা পরিস্থিতি! অবস্থা এমন যে, হাসপাতালে মিলছে না জায়গা। যাঁরা কোনওভাবে পৌঁছতে পারছেন, সেই করোনা আক্রান্ত রোগীর ঠাঁই হচ্ছে হাসপাতালের মেঝেতে।
ভারতের করোনা পরিসংখ্যান
চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি। রাজ্যের কোভিড পরিস্থিতি কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিল করার কী ব্যবস্থা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )