করোনায় মৃত্যু এসএসকেএমের নার্সের, আক্রান্ত রানিগঞ্জ থানার ২ আধিকারিক সহ ৮ পুলিশকর্মী, সংক্রমিত এয়ারপোর্ট থানার ২ শীর্ষ আধিকারিকও
কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হওয়ায় নার্সকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউ-তে..
কলকাতা: করোনায় মৃত্যু এসএসকেএমের নার্সের। প্রিয়ঙ্কা মণ্ডল নামে বছর তেত্রিশের ওই নার্স এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে জ্বর-সর্দি হওয়ায় এসএসকেএমেই কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ হওয়ায় স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউ-তে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন। আজ সকালে ওই নার্সের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল।
অন্যদিকে, প্রসঙ্গত, পুলিশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। একদিকে, রানিগঞ্জ থানায় করোনা-আক্রান্ত ৮ পুলিশকর্মী। ৩ জন করোনা-আক্রান্ত আধিকারিক পদমর্যাদার। ২ করোনা আক্রান্ত কনস্টেবল পদের। ৩ জন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। প্রত্যেকে ভর্তি দুর্গাপুরের কোভিড হাসপাতালে।
আবার, এয়ারপোর্ট থানায় আক্রান্ত ২ শীর্ষ আধিকারিক। শুক্রবার ২ জনের কোভিড পরীক্ষা হয়। রবিবার ২ জনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই ২ পুলিশ কর্তাকে পাঠানো হল হোম কোয়ারেন্টিনে। ১৪ দিনের জন্য পাঠানো হল হোম কোয়ারেন্টিনে।
এছাড়া, আক্রান্ত বিধাননগর দক্ষিণ থানার পাঁচ পুলিশ কর্মী। সংক্রমিত বিধাননগর পূর্ব থানার এক পুলিশ কর্মীও। উপসর্গ থাকায় কোভিড পরীক্ষা করা হয়েছে লেকটাউন থানার পাঁচ পুলিশ কর্মীর।
করোনা সংক্রমণ কলকাতা পুলিশেও। কলকাতা পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত বাহিনীর এক হাজারের বেশি কর্মী ও আধিকারিক আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন চারুমার্কেট, কসবা, শ্যামপুকুর, টালা ও হেস্টিংস থানার পুলিশকর্মীরা।