Covid Vaccination: ''দেশে ১০০ কোটি কোভিড টিকাকরণ সম্পন্ন হওয়ার পথে'', মন্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
Covid Vaccination: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন।
নয়াদিল্লিঃ আগামী কিছুদিনের মধ্যেই ভারতে ১০০ কোটি কোভিড টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এক সাক্ষাৎকারে তিনি এদিন বলেন, 'দেশে প্রচুর পরিমাণে ভ্যাকসিনেশন হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই ১০০ কোটি টিকাকরণ হয়ে যাবে দেশে। অক্টোবরে দেশে ২৮ কোটি কোভিড টিকাকরণ করা হবে।' এর আগে সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছিলেন, ‘আমরা এখনও পর্যন্ত ৯৫ কোটি ডোজেরও বেশি করোনার টিকা দিতে পেরেছি। ১৮ বছরের বেশি বয়সি ৭৩ শতাংশ নাগরিক ইতিমধ্যেই করোনার টিকা পেয়েছেন। করোনার টিকার দ্বিতীয় ডোজও দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে। আগামীদিনে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। আমরা নজির গড়তে চলেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়।’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছিলেন কিছুদিন আগে, ‘বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ অভিযান পুরোদমে চলছে। ভারত ৯৫ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার কাজ সম্পন্ন করেছে। এবার আমরা ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার দিকে এগিয়ে চলেছি। সবাই দ্রুত ভ্যাকসিন নিন এবং পরিবারের লোকজন ও বন্ধুদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দিন।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দেশে আগামী কয়েকদিনের মধ্যেই ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ার জন্য ১৯টি রাজ্যকে উদ্যোগ নিতে হবে। এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ১৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৭৪৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬৫৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৯০১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৪৪ জন।