Covid19 Updates: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ
দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন।
নয়া দিল্লি : দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। আজকের বুলেটিন নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪।
এদিকে নতুন করে ৪৪ হাজার ২৩০ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন।
তবে, গতকালের তুলনায় সুস্থতার হার বেড়েছে। গতকালের রিপোর্ট অনুযায়ী, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৬৫ জন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। এনিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ৯৭২ জন।
অন্যদিকে দেশে জোরদার চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনের টিকাকরণ হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৫,০৭,০৬,২৫৭। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কেরলে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে সেই রাজ্যে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। খুব শীঘ্রই তা আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে গতকালই পশ্চিমবঙ্গে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে করোনার বিধিনিষেধ। ৫০% উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে বলে জানানো হয়েছে। স্কুল, কলেজ বন্ধই থাকছে। বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে। তবে রাতের বিধিনিষেধে কড়াকড়ির নির্দেশ দেওয়া হয়েছে নাবান্নর তরফে।