Cyclone Gulab: ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়তেই প্রাণহানি অন্ধ্রে, খোঁজ মিলছে না একাধিকের
শ্রীকাকুলাম জেলায় দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এছাড়াও নৌকা উল্টে যাওয়ায় খোঁজ মিলছে না পাঁচ মৎস্যজীবীর।
কলকাতা: ঘূর্ণিঝড় গুলাবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরুর মধ্যেই প্রাণহানির ঘটনা অন্ধ্রপ্রদেশে। শ্রীকাকুলাম জেলায় দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এছাড়াও নৌকা উল্টে যাওয়ায় খোঁজ মিলছে না পাঁচ মৎস্যজীবীর।
আজ সন্ধে থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়। মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের। সন্ধে সাড়ে ছটা পর্যন্ত পাওয়া খবরে, কলিঙ্গপত্তনমের থেকে ২৫ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাংলা লাগোয়া ওড়িশার উদয়পুরের তালসারিতে, সমুদ্র স্নান করতে নিখোঁজ মধ্যমগ্রামের দুই যুবক।
আরও পড়ুন, তৃণমূলের রক্তদান শিবিরে ‘উদ্দাম নাচ’, তুমুল বিতর্কে জড়াল শাসক দল
দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গুলাবের প্রভাব বাংলায় তেমন না পড়লেও, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আজ মধ্যরাতে ওড়িশা-অন্ধ্র উপকূলের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব।' সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ২৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হবে, ২৯ তারিখ পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন, "আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন", প্রচারে দাবি অভিষেকের
এর আগে জানা গিয়েছিল ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। প্রসঙ্গত, ঠিক ৪ মাস আগে, ওড়িশার ধামড়ার কাছে ১৩৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে কাঁপিয়ে গত বছরের ২০ মে, ঘণ্টায় ১৩৩ কিলোমিটারের গতিতে তাণ্ডব চালায় আমফান।