এক্সপ্লোর
Advertisement
দেশলাই বাক্স না দেওয়ার ‘অপরাধ’, বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে পিটিয়ে খুন দলিত কৃষককে
ভোপাল থেকে ১৮০ কিলোমিটার দূরে কারোদ গ্রামে এই ঘটনা ঘটেছে। এএসআই টিএস বাঘেল বলেন, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
নয়াদিল্লি : ফের দলিতের উপর অত্য়াচারের ঘটনা ঘটল দেশের মাটিতে। এবার পিটিয়ে হত্য়া করা হল দলিত কৃষককে। ঘটনাস্থল মধ্য়প্রদেশের গুনা। দেশলাই বাক্স না দেওয়ার ‘অপরাধ’-এ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, বছর ৫০ এর লালজি রাম আহিওয়ার মাঠে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় স্থানীয় দুই নেতা তাঁর কাছে দেশলাইয়ের বাক্স চান। কিন্তু তা দিতে অস্বীকার করেন লালজি। রাগে তাঁকে মারধর করে অভিযুক্ত যশ যাদব এবং অঙ্কেশ যাদব। গুরুতর আঘাত লাগে ওই ব্য়ক্তির। গুনা জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু আঘাত এতটাই মারাত্মক ছিল যে শেষ পর্যন্ত মৃত্যু হয় লালজির। ভোপাল থেকে ১৮০ কিলোমিটার দূরে কারোদ গ্রামে এই ঘটনা ঘটেছে। এএসআই টিএস বাঘেল বলেন, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রে খবর, মৃতের পরিবারকে ৮ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য় করবে রাজ্য সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement