এক্সপ্লোর
Advertisement
ফ্রান্সের বিরুদ্ধে জোরদার কৌশল স্থির করুক ইসলামি দেশগুলি, ম্যাক্রঁকে তোপ দেওবন্দের
পয়গম্বর হজরত মহম্মদের অবমাননার অভিযোগে ম্যাক্রঁর তীব্র সমালোচনার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও ইসলামি দেশগুলিকে ডাক দিয়েছেন দারুল উলুমের মৌলানা মুফতি আবুল কাসিম নোমানি।
দেওবন্দ: ফ্রান্স-বিরোধী ক্ষোভের রেশ পৌঁছল ভারতেও। ইসলামি শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দের নিশানায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। পয়গম্বর হজরত মহম্মদের অবমাননার অভিযোগে ম্যাক্রঁর তীব্র সমালোচনার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও ইসলামি দেশগুলিকে ডাক দিয়েছেন দারুল উলুমের মৌলানা মুফতি আবুল কাসিম নোমানি। মহম্মদের কার্টুন প্রকাশ সমর্থন করায় গোটা মুসলিম দুনিয়ার রোষের মুখে পড়েছেন ম্যাক্রঁ। ফরাসি পণ্য বয়কটের ডাক উঠেছে। নোমানি এই প্রেক্ষাপটেই বলেছেন, এ ব্যাপারে ফ্রান্সের বিরুদ্ধে একটা জোরদার কৌশল স্থির করা ইসলামি দেশগুলি ও তাদের শাসকদের দায়িত্ব। আন্তর্জাতিক মঞ্চেও জোর দিয়ে বিষয়টি তোলা উচিত। ফরাসি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে কূটনৈতিক, বাণিজ্যিক স্তরে কড়া প্রতিবাদ জানানো উচিত অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন, আরব লিগ ও অন্য মুসলিম দেশগুলির। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দারুণ উদাহরণ এবং সব ধর্মই এখানে সমান মর্যাদা পায় বলেও জানান তিনি।
প্রসঙ্গত, অবাধ বাকস্বাধীনতার ওপর ক্লাসে পড়ানোর সময় মহম্মদের কার্টুন দেখানোয় প্যারিসে এ মাসেই গলা কেটে স্যামুয়েল পেটি নামে এক শিক্ষককে খুন করে এক চেচেন বংশোদ্ভূত যুবক। ম্যাক্রঁ এ ঘটনার নিন্দা করেন, মতপ্রকাশের স্বাধীনতার হয়ে সওয়াল করে বলেন, ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত্ কেড়ে নিতে চায় বলেই ওই শিক্ষককে খুন হতে হল। ইসলামে পয়গম্বরকে নিয়ে কার্টুন তৈরি নিষিদ্ধ। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট জানিয়ে দেন, ফ্রান্স কখনই আমাদের কার্টুন আঁকার অধিকার ছাড়বে না। তাঁর এহেন প্রতিক্রিয়ায় একপেশে মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মনে করছে মুসলিমদের একাংশ।
মুম্বই , মধ্যপ্রদেশেও ম্যাক্রঁ-বিরোধী বিক্ষোভ হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ভেন্ডি বাজার এলাকায় রাস্তায় ম্যাক্রঁর ছবিওয়ালা পোস্টার মাড়িয়ে যায় লোকজন। গাড়ির চাকা চলে যায় সেগুলির ওপর দিয়ে। সেগুলি তারা সরিয়ে দেয়। এর একটি ভিডিও ছড়িয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement