Pakistan Threat :'খেলার মাঠ উড়িয়ে দেব', সকালেই হুমকি মেল দিল্লিতে, কী জানা গেল তদন্তে?
দিল্লিতে ডিডিসিএ - র দফতরে এল ভয়ঙ্কর হুমকি ফোন। বলা হল....পাকিস্তানের বিশ্বস্ত বহু স্লিপার সেল জেগে উঠছে।
নয়া দিল্লি : ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত অবস্থা সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের। পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরোয়ার্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। ভোর ৫.৪৪ এ পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি ধ্বংস করেছে ভারত। ভারতে ঢুকে হামলার চেষ্টা চালিয়ে নাস্তানাবুদ পাকিস্তান । আর তারপরই দিল্লিতে ডিডিসিএ - র দফতরে এল ভয়ঙ্কর হুমকি মেল।
৯ মে (শুক্রবার) সকাল ৯:০০ টায় দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে (ডিডিসিএ) একটি হুমকি - ইমেল পেয়েছে। যেখানে বলা হয়, ভারত জুড়ে পাকিস্তানের বিশ্বস্ত বহু স্লিপার সেল রয়েছে। আমরা অপঅপারেশন সিঁদুরের পর তাদের সক্রিয় করা হবে। উড়িয়ে দেওয়া হবে খেলার স্টেডিয়াম। ডিডিসিএ তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছে। ভারত - পাকিস্তান যুদ্ধের আবহে বাড়তি সতর্ক প্রশাসন। চারিদিকে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতিতে এমন হুমকিতে আতঙ্ক ছড়ায়।
বৃহস্পতিবারই ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে প্রথমে সুরক্ষার খাতিরে মাঠের আলো নিবিয়ে দেওয়া হয়। এরপর দর্শকদের মাঠ ছাড়তে নির্দেশ দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ম্যাচ বাতিল করা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, মাঠ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় এই সিদ্ধান্ত। তারপরই গ্যালারি থেকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান ওঠে।
শুক্রবার জানানো হয়, এই পরিস্থিতিতে আইপিএল ২০২৫ স্থগিতই করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কতদিনের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখা হচ্ছে,জানানো হয়নি। এখনই বলা যাচ্ছে না, ফের কবে-কোথায় অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলি। বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে জানায় এই খবর।
বৃহস্পতিবার রাতে কাশ্মীরের বারামুলা, উরি, কুপওয়ারা, অন্যদিকে জম্মুর আখনৌর, আর এস পুরা, পুঞ্চ, রাজৌরি সেক্টরে লাগাতার ড্রোন হামলা, গুলিবৃষ্টি, মর্টার হানা চালায় পাকিস্তান। টার্গেট করার চেষ্টা হয় ভারতীয় সেনার ঘাঁটিও। এই পরিস্থিতিতে, পুঞ্চের বাসিন্দাদের বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয় প্রশাসনের তরফে। বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত পুঞ্চ সেক্টরে লাগাতার চলে শেলিং। এদিকে উরি সেক্টরেও রাতভর চলে শেলিং। হাইড্রো পাওয়ার প্রজেক্টকে টার্গেট করে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলেও, সেই শেল এসে পড়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। এই পরিস্থিতিতে চরম সতর্ক প্রশাসন।






















