এক্সপ্লোর
Advertisement
বাবা, মিস করছি না তোমাকে, প্রধানমন্ত্রী শেয়ার করলেন ছোট্ট করোনা-যোদ্ধার ভিডিও
আগের দিনও প্রধানমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেন, তাতে বার্তা দেন, তাঁর আশা, ভবিষ্যৎ প্রজন্ম আর স্বাস্থ্যবান ভারত তৈরি করবে।
নয়াদিল্লি: বাবা মা চিকিৎসক, হাসপাতালে লড়ে যাচ্ছেন করোনার সঙ্গে। ঘরে বসে লড়ছে ছোট্ট মেয়েটিও। বাবা মায়ের যাতে তার জন্য মন খারাপ না হয়, তাই চিঠি লিখছে সে, বলছে, আমি তোমাদের মিস করছি না। তাড়াতাড়ি বাড়ি ফেরার দরকার নেই। তোমরা ফিরে এলে করোনা জিতে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শেয়ার করেছেন এই ভিডিও।
ছোট ছেলেমেয়েরা সব সময় আবদার করে, বাবা মা কাজ সেরে তাড়াতাড়ি ঘরে ফিরুন। কিন্তু এই মেয়েটি ব্যতিক্রম। অথবা ব্যতিক্রম তার পরিস্থিতি। সে বাবা মাকে চিঠি লিখে অনুরোধ করছে, বাবা, তোমাকে বা মাকে- কাউকেই আমি মিস করছি না। তাড়াতাড়ি ফিরে এস না, কোনও দরকার নেই। যেখানে আছ, সেখানেই থাক। যদি তোমরা ফিরে আস, করোনা তাহলে জিতে যাবে। তাইনা বাবা? প্রধানমন্ত্রী শেয়ার করেছেন ভিডিওটি, হ্যাশট্যাগ দিয়েছেন, #ইন্ডিয়াফাইটসকরোনা।
A young girl’s message to her father. Do watch. #IndiaFightsCorona pic.twitter.com/gF7ZVNzGVb
— Narendra Modi (@narendramodi) March 27, 2020
শেয়ার করার এক ঘণ্টার মধ্যে একলাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। আগের দিনও প্রধানমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেন, তাতে বার্তা দেন, তাঁর আশা, ভবিষ্যৎ প্রজন্ম আর স্বাস্থ্যবান ভারত তৈরি করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement