Yogi Adityanath: ৩ দিনে বোমা-বিস্ফোরণ, যোগীকে 'শেষের' হুমকি উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইনে
Death Threat To UP CM: যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এল উত্তরপ্রদেশ পুলিশের সরকারি হেল্পলাইনে। পুলিশ জানিয়েছে, শাহিদ নামে এক ব্যক্তি পুলিশের আপৎকালীন হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ওই মেসেজ পাঠান।
লখনৌ: যোগী আদিত্যনাথকে (yogi adityanath) বোমা (bomb) মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এল উত্তরপ্রদেশ (UP) পুলিশের (police) সরকারি হেল্পলাইনে। পুলিশ জানিয়েছে, শাহিদ নামে এক ব্যক্তি পুলিশের আপৎকালীন (emergency) হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (whatsapp) ওই মেসেজ পাঠান। সোমবারই সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে এ নিয়ে এফআইআর দায়ের হয়। অভিযুক্তকে ধরতে একাধিক টিম তৈরি করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। সাইবার সেল ও নজরদারি টিমও কাজ করছে।
কী ঘটেছে?
সূত্রের খবর,মেসেজটি এসেছিল রাজ্য পুলিশের Dial 112-র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। তাতে হুমকি দেওয়া হয়েছিল, তিন দিনের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যা করা হবে। কন্ট্রোল রুমের একটি নম্বরে এমন মেসেজ এলে অপারেশন ম্যানেজার গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরই টানটান উত্তেজনা। কে খুনের হুমকি দিল? কেনই বা বিস্ফোরণের ভাবনা? খোঁজ শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হুমকির কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে লখনৌতে। ঝুঁকি এড়াতে মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। সুভাষ কুমার নামে এক পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয়েছে ইতিমধ্যে।
আগেও হুমকি...
২০২০ সালে মে-মাসেও কার্যত এক রকম হুমকি পেয়েছিলেন যোগী। সূত্রের খবর, সেবারও তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার বার্তা আসে পুলিশের জরুরি হোয়াটসঅ্যাপ নম্বরে। বিষয়টি নিয়ে গোমতী নগর থানায় রিপোর্ট দায়ের করা হয়। তন্ন তন্ন করে অভিযুক্ত বার্তাপ্রেরকের খোঁজ শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। অতিমারী তখন তুঙ্গে। তার মধ্যেই ঘরে ফিরতে শুরু করেছিলেন পরিযায়ী শ্রমিকরা। উত্তরপ্রদেশে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। রাজ্যকে করোনার দাপট থেকে বাঁচাতে তখন রণকৌশল ঠিক করতে ব্যস্ত ছিলেন উত্তরপ্রদেশের দাপুটে মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময়ই বোমা বিস্ফোরণের হুমকি। তার প্রায় বছরদুয়েক পর আবার। কেন ঘটছে এমন ঘটনা? ফাঁকা আওয়াজ নাকি সত্য়িই কোনও নাশকতার ইঙ্গিত? যদি চক্রান্ত হয়, তা হলে কে বা কারা করছে এসব? কারণই বা কী?একাধিক প্রশ্নের উত্তর পেতে ঘুম ছুটেছে যোগী প্রশাসনের।
সব মিলিয়ে কিছুটা আতঙ্কের পরিবেশ। সাধারণ মানুষের মনে সংশয়, মুখ্যমন্ত্রীর জন্য রাজ্য পুলিশের আপৎকালীন হোয়াটসঅ্যাপ নম্বরেই যদি এমন বার্তা আসতে পারে তা হলে তাঁদের নিরাপত্তা কোথায়?
আরও পড়ুন:প্রেমে বাধা কাটবে, বড় সুযোগ অফিসে, জানুন কেমন যাবে আজকের দিন ?