Prefix Sunderlal Bahugana Update: দিল্লি বিধানসভায় প্রস্তাব পাশ, সুন্দরলাল বহুগুণাকে ভারত রত্ন দেওয়ার দাবি
সুন্দরলাল বহুগুণাকে ভারতরত্ন দেওয়ার দাবি দিল্লি বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছেও একই প্রস্তাব রাখবে দিল্লি সরকার।
নয়াদিল্লি: ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের নাম পদ্ম পুরস্কারে সুপারিশের কথা বলেছিলেন আগেই। এবার পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণাকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় এই বিষয়ে পাশ হয়েছে প্রস্তাব।
এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''সুন্দরলাল বহুগুণাকে ভারতরত্ন দেওয়ার দাবি বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছেও একই প্রস্তাব রাখবে দিল্লি সরকার। পরিবেশ রক্ষা ছাড়াও উনি অনেক সামাজিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন।''
১৯২৭ সালের ৯ জানুয়ারি উত্তরাখণ্ডের তেহরির কাছে মারোদা গ্রামে জন্মগ্রহণ করেন বহুগুণা। মহাত্মা গাঁধীর এই অনুরাগী উত্তরাখণ্ডে বেশ পরিচিত নাম। পরিবেশবিদ হিসাবে তাঁর যথেষ্ট নাম ছিল। বহু পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর সবথেকে বড় অবদান চিপকো আন্দোলনকে ঘিরে। এই আন্দোলনই বহুগুণাকে সংবাদের শিরোনামে নিয়ে আসে। হিন্দি শব্দ 'চিপকো'র অর্থ আলিঙ্গন। বনের ঠিকাদাররা গাছ কাটতে এলে গাছ জড়িয়ে দাঁড়িয়ে পড়তেন আন্দোলনকারীরা। গত ২১ মে প্রয়াত হন এই বিশিষ্ট পরিবেশবিদ।
তবে কেজরিওয়ালের বহুগুণাকে ভারত রত্ন দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। তাঁদের মতে, আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখেই এই ট্রাম্প কার্ড খেলেছেন কেজরিওয়াল। উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। সেই কারণেই সুন্দরলাল বহুগুণার নাম দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য প্রস্তাব করছেন কেজরিওয়াল।
সম্প্রতি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নাম পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ করার কথা বলেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''এই বছরের পদ্ম পুরস্কারের জন্য ডাক্তার ও হেলথকেয়ার ওয়ার্কারদের নাম সুপারিশ করবে দিল্লি সরকার। আমরা যে ওনাদের প্রতি কৃতজ্ঞ তা জানাতেই এই সিদ্ধান্ত।'' ট্যুইটে পদ্ম পুরস্কারের সুপারিশের জন্য দিল্লিবাসীর কাছে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। আগামী ১৫ অগাস্টের মধ্যে padmaawards.delhi@gmail.com-এ মেইল করে জানাতে হবে জনগণের সুপারিশ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাদের নাম সুপারিশে রাখা হবে তার জন্য একটি স্ক্রিনিং কমিটি গড়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নাম বাছাই করবে এই স্ক্রিনিং কমিটি। পরে এই নামগুলি দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। শেষে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে দিল্লি গভর্নমেন্ট।