PM Modi : 'নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর', 'মন কি বাত'-এ বার্তা প্রধানমন্ত্রীর
ABP Ananda Live: অপারেশন সিঁদুরের পরে প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। 'তিরঙ্গার রঙ দিয়েছে অপারেশন সিঁদুর। সন্ত্রাসবাদের মোকাবিলায় একজোট দেশ। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর। অপারশন সিঁদুর সাহসের প্রতীক। দেশীয় অস্ত্রে পাকিস্তানকে জবাব ভারতের। অপারেশন সিঁদুর দেশবাসীর মনে প্রভাব ফেলেছে'।
রাতে বসল বায়ো টয়লেট, চাকরিহারাদের জন্য সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু
আগামীকাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে আজ ধর্নার ১৯ তম দিন। হাইকোর্টের পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। বিধাননগর পুরসভার তরফে গতকাল রাতেই বায়ো টয়লেট বসানো হয়।
যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে নয় নয় করে প্রায় ২০ দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন SSC ২০১৬-র চাকরিহারারা। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারাও বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে ধর্নাস্থল সরিয়ে আনবেন বলে জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশ মেনে এবার তাই সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু করা হল। আন্দোলনকারীদের জন্য় গতকাল রাতেই বায়ো টয়লেট বসানো হয়। দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে চিঠি দিচ্ছেন SSC ২০১৬-র চাকরিহারারা। রাজ্যের সব সাংসদকে তাঁদের বিষয়টি পার্লামেন্টে তোলার জন্য আবেদন করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।


















