এক্সপ্লোর
World's First Bladder Transplant: দীর্ঘ ৭ বছর পর হল প্রস্রাব, এই প্রথম মূত্রথলি প্রতিস্থাপনে মিলল সাফল্য, অসাধ্যসাধন করলেন চিকিৎসকরা
Medical Science News: দীর্ঘ সাত বছর পর স্বাভাবিক ভাবে প্রস্রাবে সক্ষম হলেন রোগী। চিকিৎসা বিজ্ঞানের জগতে বিপ্লব। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

গোটা পৃথিবী যখন রাজনীতি, যুদ্ধ, দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, সেই সময়ই চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লব ঘটে গেল। এই প্রথম মূত্রথলি প্রতিস্থাপন ঘটিয়ে ইতিহাস রচনা করলেন আমেরিকার চিকিৎসকরা। সফল অস্ত্রোপচারের জেরে দীর্ঘ সাত বছর পর স্বাভাবিক পদ্ধতিতে মূত্রত্য়াগে সক্ষম হলেন এক রোগী। ছবি: ফ্রিপিক।
2/11

আমেরিকার সাদার্ন ক্যালিফের্নিয়ার সার্জনরা এই অসাধ্যসাধন করেছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস (UCLA), ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার চিকিৎসকরা মিলে এই সফল অস্ত্রোপচার করেছেন। ছবি: ফ্রিপিক।
3/11

সম্প্রতি ৪১ বছর বয়সি অস্কার লরেইঞ্জারের শরীরে মূত্রথলি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনির রোগ গুরুতর আকার ধারণ করার পাশাপাশি, রেনাল ক্যান্সারেও ভুগছিলেন অস্কার। পাশাপাশি, Urchal Adenocarcinoma নামের বিরল মূত্রথলির ক্যান্সার বাসা বেঁধেছিল শরীরে। ছবি: UCLA.
4/11

মূত্রথলির ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে, সাত বছর আগে অস্কারের মূত্রথলি থেকে টিউমারটি কেটে বাদ দেওয়া হয়। কিন্তু টিউমারের সঙ্গে মূত্রথলির অনেকটা অংশও কেটে বাদ দিতে হয়। মূত্রথলি বলে কার্যত কিছুই বাকি ছিল না। স্বাভাবিক অবস্থায় মূত্রথলি যেখানে ৩০০ কিউবিক সেন্টিমিটার তরল ধরে রাখতে পারে, অস্ত্রোপচারের পর ৩০ কিউবিক সেন্টিমিটার তরল ধরে রাখতেও অক্ষম হয়ে পড়ে অস্কারের মূত্রথলি। ছবি: ফ্রিপিক।
5/11

ডায়ালিসিস করতে গিয়েও সমস্যা হচ্ছিল। অস্কারের শরীরে তরল জমা হচ্ছিল। সেই পরিস্থিতিতে কৃত্রিম উপায়ে অস্কারের শরীর থেকে তরল বের করার ব্যবস্থা করে দেন চিকিৎসকরা। কিন্তু অস্কারের সমস্যার কথা ভোলেননি চিকিৎসক নিমা নাসিরি এবং ইন্দ্রবীর গিল। মূত্রথলি প্রতিস্থাপন নিয়ে কিছু বছর ধরেই গবেষণা করছিলেন তাঁরা। ছবি: ফ্রিপিক।
6/11

অতি সম্প্রতি এক ডোনারের খোঁজ পান চিকিৎসক নাসিরি। সেই ব্যক্তির সঙ্গে অস্কারের মূত্রথলি ম্যাচ করে যায়। সেই মতো ডোনারের থেকে অঙ্গ সংগ্রহ করে UCLA-তে আনা হয়। এর পর দীর্ঘ আট ঘণ্টার অস্ত্রোপচারে অস্কারের শরীরে মূত্রথলিটি প্রতিস্থাপিত করা হয়। ছবি: ফ্রিপিক।
7/11

তবে সব ভাল যার, শেষ ভাল তার। শেষ পর্যন্ত মূত্র প্রতিস্থাপনের অস্ত্রপচার সফল হয়। বৃহস্পতিবার চিকিৎসকদের ধন্যবাদ জানান অস্কারও। তিনি বলেন, “টাইম বম্বের মতো ঘড়ির কাঁটা টিকটিক করছিল। জীবনে নতুন আশা পেলাম আমি।” অস্কারের পর আরও চার জনের শরীরে পরীক্ষামূলক ভাবে মূত্রথলি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। ছবি: ফ্রিপিক।
8/11

চিকিৎসক নিমা ও চিকিৎসক ইন্দ্রবীর জানিয়েছেন, এই সাফল্য হাজার হাজার রোগীকে আশা জোগাবে। তাঁদের মতে, এতদিন কৃত্রিম উপায়ে শরীর থেকে তরল বের করা হতো। কখনও রোগীর তলপেটের বাইরে ঝোলানো ব্যাগে জমা হতো মূত্র, কখনও আবার নিওব্ল্যাডার বা এক ধরনের কৃত্রিম থলে শরীরে বসানো হতো। ছবি: ফ্রিপিক।
9/11

কিন্তু ওই পদ্ধতিতে সংক্রমণের ঝুঁকি থাকতই। আবার নানা ধরনের সমস্যাও দেখা দিত রোগীর শরীরে। ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে হতে কিডনিও বিকল হতে শুরু করত। মূত্রথলি প্রতিস্থাপনের ফলে সেই ঝুঁকি আর থাকবে না বলে আশাবাদী চিকিৎসক নিমা ও ইন্দ্রবীর। ছবি: ফ্রিপিক।
10/11

অস্ত্রোপচারের পর ক্যাথিটার খুলে নেওয়া হলে অস্কার স্বাভাবিক পদ্ধতিতেইউ মূত্রত্যাগ করতে সফল হন। তবে কিছু বিষয় নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। প্রতিস্থাপনের পর মূত্রথলিতে যদি তরল ভর্তি হয়ে যায়, তা অস্কার কতটা টের পাবেন, তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। কারণ প্রতিস্থাপিত মূত্রথলির সঙ্গে নার্ভের সংযোগ নেই। তাই স্বাভাবিক অবস্থায় প্রস্রাব পেলে মানুষ যেমন চাপ অনুভব করেন, অস্কারের ক্ষেত্রে তেমনটা ঘটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ছবি: UCLA.
11/11

যদিও চিকিৎসকরা আশাবাদী। তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে, অস্ত্রোপচারের দু’দিন পর ক্যাথিটার খুলে নেওয়া হলে, অস্কার জানান, তাঁর প্রস্রাব পাচ্ছে। এই গোটা অস্ত্রোপচারকে ‘মিরাকল’ বলে উল্লেখ করছেন টিকিৎসক নাসিরি। ছবি: ফ্রিপিক।
Published at : 24 May 2025 03:46 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























