Puneet Khurana Suicide: স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি, বর্ষবরণের রাতেই আত্মঘাতী দিল্লির ক্যাফে মালিক- অতুল সুভাষ কাণ্ডের ছায়া ?
Delhi Cafe Owner Death: মঙ্গলবার বিকেল ৪টে ১৮ নাগাদ এই আত্মহত্যার খবর জানা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৪০ বছর বয়সী পুনীত খুরানা নামের এক ব্যক্তি বিছানায় শুয়ে আছেন, তাঁর চৈতন্য নেই।
Delhi Cafe Owner Death: মঙ্গলবার বর্ষবরণের রাতেই দিল্লির এক ক্যাফে মালিককে মডেল টাউন এলাকায় তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সন্দেহ করেছে যে সেই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তদন্তে জানা গিয়েছে তাঁর নাম পুনীত খুরানা (Puneet Khurana Suicide), বয়স ৪০ বছর। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে তাঁর এবং তারপরেও স্ত্রীর সঙ্গে অশান্তির কারণে অবসাদে ছিলেন পুনীত, এমনটাই দাবি (Delhi Cafe Owner) করেছে তাঁর পরিবার। ২০১৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আর ২০২৪ সালের শেষদিকেই তাদের বিচ্ছেদ মামলা শুরু হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, 'মঙ্গলবার বিকেল ৪টে ১৮ নাগাদ এই আত্মহত্যার খবর জানা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৪০ বছর বয়সী পুনীত খুরানা নামের এক ব্যক্তি বিছানায় শুয়ে আছেন, তাঁর চৈতন্য নেই। গলায় একটা স্পষ্ট আঘাতের চিহ্ন বোঝা যায়, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁকে বিজেআরএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্তের জন্য তাঁর মৃতদেহ রেখে দেওয়া হয়েছে'।
মৃত্যুর আগে একটি ভিডিয়ো রেকর্ডিং করে যান সেই ব্যক্তি, আর পুলিশ তাঁর সেই ফোন উদ্ধার করেছে এবং স্ত্রীকে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুনীত খুরানার বোন তাঁর মৃত্যুর জন্য পুনীতের স্ত্রী-স্ত্রীয়ের পরিবারকে দায়ী করেন। পুনীতের বোন বলেন, 'তাঁর স্ত্রী মণিকা পাহোয়া, তাঁর বোন ও বাবা-মায়েরা পুনীতকে মানসিকভাবে নির্যাতন করত। ৫৯ মিনিটের একটি ভিডিয়ো রেকর্ডিং রয়েছে পুনীতের ফোনে যেখানে তাঁর উপর হয়ে চলা নির্যাতনের বিস্তারিত তথ্য জানিয়েছেন পুনীত। এমনকী তাঁর স্ত্রী পুনীতের সমাজমাধ্যমও হ্যাক করে ফেলেছিলেন।'
বেঙ্গালুরুর ৩৪ বছর বয়সী আইটি কর্মী অতুল সুভাষের মৃত্যুর পরেই এই ঘটনা সাড়া ফেলেছে দেশে। মৃত্যুর আগে অতুল সুভাষও একটি দেড় ঘণ্টার ভিডিয়ো রেকর্ডিং করে রেখে যান এবং ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখে রেখে যান। তিনিও দাবি করেছিলেন যে তাঁর স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া এবং তাঁর পরিবারের মানসিক নির্যাতনের কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন অতুল সুভাষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: ৭৫ হাজার টাকার বাজি ধরে অঢেল মদ্যপান, মর্মান্তিক মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের