Delhi Demolition Drive: মসজিদ সংলগ্ন 'অবৈধ নির্মাণ' ভাঙতে গিয়েই ধুন্ধুমার দিল্লিতে! পাথর হাতে আক্রমণ, রক্ত ঝরল পুলিশের
MCD-র অভিযান চলাকালীন পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথর ছো়ড়ায় আহত হন ৫ পুলিশকর্মী।

নয়া দিল্লি: দিল্লির তুর্কমান গেট এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে আজ ভোরে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে, তুর্কমান গেটে সৈয়দ ফয়েজ এলাহি মসজিদ এবং কবরস্থান সংলগ্ন একটি জমিতে দিল্লি পৌর কর্পোরেশনের (এমসিডি) কর্মীরা জড়ো হন। হাজির ছিলেন প্রায় ৩০০ আধিকারিক ও কর্মী । কিন্তু মসজিদের কাছে জবরদখল করা জমিতে গড়ে ওঠা নির্মানগুলি ভাঙার কাজে হাত দিতে এগোতেই জনতার রোষ তাদের উপর এসে পড়ে। MCD-র অভিযান চলাকালীন পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথর ছো়ড়ায় আহত হন ৫ পুলিশকর্মী।
পুলিশ ভিড় হটাতে টিয়ার গ্যাসের সেল ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে অশান্ত এলাকায়। ৪ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রায় ২৫-৩০ জন লোক পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। তাতে পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি ব্যাঙ্কোয়েট হল এবং একটি ডিসপেনসারি ছিল। আদালতের নির্দেশ মেনেই তা ভেঙে ফেলার কাজ শুরু হয়। রাতে এই তাজ করার উদ্দেশ্যই ছিল, মানুষের অসুবিধে সৃষ্টি না করা, জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পাথর ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখান পরিস্থিতি ১০০ শতাংশ নিয়ন্ত্রণেই।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পাঁচ জন অভিযুক্তকে আটক করা হয়েছে । অভিযুক্তদের শনাক্ত করতে ১০০ টিরও বেশি ভিডিও ব্যবহার করা হয়েছে। সেখানে যাদের পাথর ছুড়তে দেখা গিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আহত পুলিশ কর্মী এবং এমসিডি কর্মীদের বক্তব্যের ভিত্তিতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
VIDEO | Delhi: MCD carries out demolition drive against illegal encroachment near Faiz-e-Elahi mosque, Turkman Gate.#DelhiNews #TurkmanGate
— Press Trust of India (@PTI_News) January 7, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/wXSFi4lfA9






















